পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে অপমানের অভিযোগে বিতর্কে ধুরন্ধর

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৭:০৭ পিএম, ০৯ ডিসেম্বর ২০২৫
ধুরন্ধর সিনেমার দৃশ্য

বলিউড নির্মাতা আদিত্য ধরের নতুন ছবি ‘ধুরন্ধর’ মুক্তির পরপরই বক্স অফিসে সাড়া ফেললেও জমেছে একের পর এক বিতর্ক। সর্বশেষ অভিযোগ, সিনেমাটিতে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর ছবি বেআইনিভাবে ব্যবহার করা হয়েছে।

সেইসঙ্গে ছবিটিতে ভুট্টোর রাজনৈতিক দল পাকিস্তান পিপল্‌স পার্টি (পিপিপি)-কে সন্ত্রাসবাদে সহানুভূতিশীল হিসেবে তুলে ধরা হয়েছে।

পিপিপি’র মুখপাত্র ও সিন্ধ টাস্কফোর্সের সদস্য সুমেতা আফজল সইদ এই অভিযোগ সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরেন। তিনি লিখেছেন, ‘সদ্য মুক্তিপ্রাপ্ত ভারতীয় চলচ্চিত্র ‘ধুরন্ধর’-এ বেআইনিভাবে শহিদ বেনজির ভুট্টোর ছবি ব্যবহার করা হয়েছে। আরও দুঃখজনক, সেখানে দেখানো হয়েছে পিপিপি নাকি সন্ত্রাসবাদের প্রতি সহানুভূতিশীল।’

আরও পড়ুন
আসছে ‘থ্রি ইডিয়টস ২’, থাকবেন আগের তারকারাই
কত টাকা পেলেন ‘বিগ বস’ বিজয়ী গৌরব

তিনি আরও দাবি করেন, ‘পাকিস্তানে সবচেয়ে বেশি সন্ত্রাসবাদের শিকার হয়েছে পিপিপি। তাই বরাবরই তারা সন্ত্রাসবাদবিরোধী অবস্থানে দৃঢ়। তার অভিযোগ, ছবিতে ইচ্ছাকৃতভাবে বিকৃত তথ্য দেখানো হয়েছে। ভারতের বিরুদ্ধে কূটনৈতিকভাবে পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি।

এদিকে, ‘ধুরন্ধর’ নিয়ে আপত্তি এসেছে বেলুচিস্তান থেকেও। এক বেলুচ মানবাধিকারকর্মী অভিযোগ করেছেন, ছবিতে বেলুচ জনগণের ইতিহাস ও সংগ্রাম ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। তার বক্তব্য, ‘বেলুচিস্তানের মানুষ কখনও ভারতের ক্ষতির জন্য আইএসআই’র সঙ্গে জোট বাঁধেনি। স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে সুবিচার করা হয়নি ছবিতে। অস্ত্রের ঘাটতি না থাকলে বালোচরা পাকিস্তানকে অনেক আগেই পরাস্ত করতে পারত।’

রণবীর সিং অভিনীত ছবিটির বিরুদ্ধে ক্রমবর্ধমান আন্তর্জাতিক সমালোচনা নির্মাতা ও প্রযোজনা প্রতিষ্ঠানকে কী অবস্থানে এনে দাঁড় করায়, তা এখন দেখার বিষয়।

এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।