নিউইয়র্কে স্বামীর জন্মদিন পালন করলেন ক্যাটরিনা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:৩১ পিএম, ১৭ মে ২০২২

বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। সম্প্রতি স্বামী ভিকি কৌশলকে নিয়ে নিউইয়র্কে ছুটি কাটাচ্ছেন। গত ১৬ মে ছিল ভিকির জন্মদিন। সে উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় পোস্ট শেয়ার করেছেন ক্যাটরিনা।

সেখানে জানালেন, স্বামী ভিকি এবং তাদের অন্যান্য বন্ধুদের সঙ্গে জন্মদিনের পার্টির পরিকল্পনাও করেছিলেন নায়িকা।

জন্মদিনের একদিন আগে ক্যাটরিনা কাইফ তার স্বামী ভিকি কৌশলকে উৎসর্গ করে একটি বিশেষ পোস্ট শেয়ার করেছিলেন, তাতে লেখা ছিলো, ‘নিউ ইয়র্কওয়ালা জন্মদিন????’

অন্যদিকে, ভিকি কৌশল তার ইনস্টাগ্রামে কেক কাটার ভিডিওর পাশাপাশি জন্মদিনের কিছু বিশেষ মুহুর্তের ছবি ও একটি পোস্ট শেয়ার করেছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আমার প্রিয় মানুষদের সঙ্গে। আমার হৃদয় অত্যন্ত আনন্দ এবং কৃতজ্ঞতায় ভরা। আমাকে সমস্ত ভালবাসা এবং উষ্ণ শুভেচ্ছা পাঠানোর জন্য সবাইকে ধন্যবাদ।’

ভিকি কৌশল এবং ক্যাটরিনা কাইফ ৯ ডিসেম্বর ২০২১ সালে গাঁটছড়া বাঁধেন।

এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।