‘বেশরম রং’ গানে দীপিকার পোশাকে আপত্তি বিজেপি নেতার

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:৩৯ এএম, ১৫ ডিসেম্বর ২০২২

বলিউড তারকা শাহরুখ খান ও দীপিকা পাড়ুকোন অভিনীত ‘পাঠান’ সিনেমা মুক্তি পাবে আগামী বছরের ২৫ জানুয়ারি। গত ১২ ডিসেম্বর মুক্তি পেয়েছে ছবিটির প্রথম গান ‘বেশরম রং’। গানটি মুক্তি পেতেই শাহরুখের প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা। তবে, নেটিজেনদের একাংশ মোটেই ভালো চোখে দেখছেন না ‘বেশরম রং’ গানে দীপিকার গেরুয়া রঙের বিকিনি পরা।

আর এবার ‘পাঠান’ ছবির গান ও বেশকিছু দৃশ্য নিয়ে আপত্তি তুললেন মধ্যপ্রদেশের বিজেপি নেতা নরোত্তম মিশ্র। এক টুইটে তিনি ‘পাঠান ছবির বেশকিছু দৃশ্য অশোভন জানিয়েছেন। ‘বেশরম রং’ গানের ওই দৃশ্যগুলো বাতিল না করলে মধ্যপ্রদেশে ছবিটিকে মুক্তি দেওয়া যাবে না হুঁশিয়ারি দিয়েছেন। তার কথায়, ‘পাঠান ছবির এ গান ও দৃশ্য পরিচালকের নোংরা মানিসকতার পরিচয়।’

১২ ডিসেম্বর বেলা ১১টায় ‘যশ রাজ ফিল্মস’র ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে গানটি। স্পেনের নয়নাভিরাম লোকেশনে, বোটের ওপর লাস্যময়ী দীপিকা পাড়ুকোন উত্তাপ বাড়াচ্ছে। তার ওপর শিল্পা রাওয়ের কণ্ঠের মাদকতা অন্য মাত্রা এনে দিয়েছে গানে। বিশাল-শেখর জুটির কম্পোজিশনে তৈরি এই গানে রয়েছে স্প্যানিশ লিরিক্সও। ইউটিউবে গানের ক্যাপশনে লেখা হয়, ‘এ জুটির হাত ধরে নেশা ধরবে।’ গানটি শাহরুখ খানের পেজেও মুক্তি দেওয়া হয়েছে। পাঠান ছবিতে বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম।

এমএএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।