সিনেমার বিশেষ প্রদর্শনীতে শতাধিক রিকশাচালককে আমন্ত্রণ

শতাধিক রিকশাচালককে অমিতাভ রেজা চৌধুরীর ‘রিকশা গার্ল’ সিনেমার বিশেষ প্রদর্শনীর জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আগামীকাল (১১ ফেব্রুয়ারি) বিকেল ৪টায় রাজধানীর কেরানীগঞ্জের জয় সিনেমা হলে ‘রিকশা গার্ল’র এ বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
‘রিকশা গার্ল’ সিনেমার অভিনেত্রী নভেরা এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ‘যখন শুটিং চলছিলো তখনই এ ধরনের একটি পরিকল্পনা হয়েছিলো। এখন বাস্তবে রূপ লাভ করতে যাচ্ছে। এর আগে ‘মেড ইন বাংলাদেশ’ সিনেমার একটি প্রদর্শনী হয়েছিল গার্মেন্ট শ্রমিকদের নিয়ে। ওই শোতে আমি থাকতে পারিনি। আশা করছি, এবার প্রদর্শনীতে উপস্থিত হয়ে দর্শকের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে পারবো।’
‘রিকশা গার্ল’ সিনেমাটি দেশের প্রেক্ষাগৃহে মুক্তির আগে বিদেশের বিভিন্ন চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে। বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কারও জিতেছে সিনেমাটি।
আরও পড়ুন:
দেশে ‘রিকশা গার্ল’ মুক্তির আগ পর্যন্ত বিশ্বের ৩০টির বেশি আন্তর্জাতিক উৎসবে প্রদর্শন করা হয়েছে। পাশাপাশি ২০২২ সালে যুক্তরাষ্ট্রের ১৮টি রাজ্যের ৫২টি শহরে এটি প্রদর্শিত হয়েছে। সিনেমাটিতে এক নারী রিকশাচালকের গল্প উঠে এসেছে। এ কারণেই এবার প্রান্তিক মানুষের জন্য সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, প্রদর্শনীতে শতাধিক রিকশাচালক উপস্থিত হবেন। থাকবেন সিনেমার নির্মাতা, শিল্পী ও কলাকুশলী।
‘রিকশা গার্ল’ ওটিটিতে প্ল্যাটফর্মেও মুক্তি পেতে যাচ্ছে। ১২ ফেব্রুয়ারি বঙ্গতে দেখা যাবে এটি। রিকশাচালকদের জন্য ‘রিকশা গার্ল’র বিশেষ প্রদর্শনী।
‘রিকশা গার্ল’ সিনেমা নির্মিত হয়েছে শিল্পীমনা নারী নাঈমাকে ঘিরে, যে ছবি আঁকতে পছন্দ করে সে। সংসারের একমাত্র উপার্জনক্ষম বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়লে স্রোতের প্রতিকূলে লড়াই শুরু হয় নাঈমার। ছবি এঁকে যেহেতু পয়সা মেলে না, তাই উপায় না পেয়ে রিকশা নিয়ে রাস্তায় বের হন তিনি। জটিল হতে থাকে সিনেমার গল্প। প্রশ্ন এসে দাঁড়ায় নাঈমা কীভাবে তার স্বপ্ন পূরণ করবে।
সিনেমায় নাঈমা চরিত্রে অভিনয় করেছেন নভেরা রহমান। অন্যান্য চরিত্রে আছেন চম্পা, মোমেনা চৌধুরী, নরেশ ভূঁইয়া, অ্যালেন শুভ্র প্রমুখ।
যুক্তরাষ্ট্রের লেখক মিতালি পারকিন্সের উপন্যাস অবলম্বনে ‘রিকশা গার্ল’ তৈরি হয়েছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায়। এটি প্রযোজনা করেছেন এরিক জে অ্যাডামস, ফরিদুর রেজা সাগর, জিয়াউদ্দিন আদিল ও শিহাব আহমেদ সিরাজী।
এমআই/এমএমএফ/এমএস