পারশার গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৭ পিএম, ১৫ মার্চ ২০২৫
পারশা মাহজাবীন পূর্ণি। ছবি: সংগৃহীত

সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণি অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন। আজ (১৫ মার্চ) রাজধানীর কুর্মিটোলায় গাড়িতে আগুন লাগলে ভীষণ ভয় পেয়েছিলেন এ গায়িকা।

এ প্রসঙ্গে পারশা তার সোশ্যাল মিডিয়ায় ট্যাটাসও দিয়েছেন। এতে তিনি লিখেছেন, ‘কিছুক্ষণ আগে কুর্মিটোলা হসপিটালের সামনে আমার উবারে আগুন ধরে যায়। ধোঁয়াতে আমার গলা এখনও জ্বলছে। গাড়ির দরজাটাও খুলতে পারিনি প্রথম কিছুক্ষণ। আগুন দাউ দাউ করে জ্বলছিল! কীভাবে যে বেঁচে গেছি!’

পারশার গাড়িতে আগুন, অল্পের জন্য রক্ষা

পারশা আরও জানান, তিনি উবারে করে বনানী যাচ্ছিলেন। কুর্মিটোলার সামনে গাড়িতে হঠাৎ করে আগুন লাগে। তিনি দ্রুত গাড়ি থেকে বের হয়ে যান।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।