সিনেমায় চলছে বিরতি, মডেলিংয়ের ব্যস্ততায় রোশান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৩ মার্চ ২০২৫
ছবিঃ ইজি

ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক জিয়াউল রোশান। মডেলিং দিয়ে শুরু করেছিলেন ক্যারিয়ার। এরপর ২০১৬ সালে ‘রক্ত’ চলচ্চিত্রে পরীমনির নায়ক হয়ে চমকে দেন তিনি। সেই ছবিতে নিজেকে তিনি হাজির করেন অ্যাকশান হিরো হিসেবে। প্রথম সিনেমা দিয়েই বেশ প্রশংসা পান তিনি।

এরপর নিয়মিতই সিনেমায় কাজ করে যাচ্ছেন রোশান। গেল বছর রোজা ও কোরবানি ঈদে মুক্তি পেয়েছিল তার সিনেমা। তবে এবার ঈদে দর্শক সারিতেই থাকতে হচ্ছে এই নায়ককে। তার কোনো সিনেমা ঈদে মুক্তি পাচ্ছে না।

বিগ বাজেটে নির্মিত ‘অপরাশেন জ্যাকপট’ সিনেমার কাজ এখনো শেষ হয়নি। তাই সহসা কোনো সিনেমায় দেখা মিলবে না রোশানের। কীভাবে কাটছে তাহলে সময়গুলো? জানতে চাইলে এই তারকা বলেন, ‘বেশ অনেকটা সময় ধরে অভিনয় করছি না। শুধু ডাবিং কিংবা পোস্ট-প্রোডাকশনের কাজ হয়েছে কিছু। সময়টা পরিবারকে বেশি দিচ্ছি। নানাকিছু নিয়ে ব্যস্ত থাকার চেষ্টা করি।’

সিনেমায় চলছে বিরতি, মডেলিংয়ের ব্যস্ততায় রোশানএবারের ঈদে ইজির পোশাকে মডেল হয়েছেন নায়ক রোশান

‘ঈদকে সামনে রেখে মডেল হিসেবে কিছু কাজ করেছি, ফটোশুটে অংশ নিয়েছি। যেহেতু মডেল হিসেবেই ক্যারিয়ারের শুরু তাই এই পরিচয়টা আমি এনজয় করি। এবারের ঈদের জন্য বেশ কিছু ফটোশুটে অংশ নিয়েছি। তারমধ্যে আছে ফ্যাশন ব্রান্ড ইজির ঈদের এক্সক্লুসিভ পাঞ্জাবী, টি-শার্ট, পলো-শার্ট, ফরমাল শার্ট, ক্যাজুয়াল শার্টশার্ট। অনেকদিন পর পুরনো বন্ধুদের সঙ্গে দেখা হলো কাজটি করে’- যোগ করেন রোশান।

মডেল হিসেবে আবারও নিয়মিত হবেন- জানতে চাইলে রোশান বলেন, ‘মডেলিংয়ের সঙ্গে সবসময়ই ছিলাম। মনের মতো হলে যুক্ত হই। দেখা যাক যদি তেমন প্রস্তাব আসে নিয়মিতই কাজ করব। কাজ করাটাই জরুরি আসলে।’

সিনেমা নেই, ব্যবসার কথা ভাবছেন রোশান- এমন খবর প্রকাশ হয়েছে। এ বিষয়ে নায়ক বলেন, ‘এখন তো আসলে দেশের পরিস্থিতি খানিকটা প্রতিকূল। ঈদ উপলক্ষে কিছু সিনেমা হয়েছে। এর বাইরে কিন্তু সিনেমার শুটিং প্রায় নেই বলা যায়। তাই আপাতত বিরতি চলছে। তাই নতুন কিছু করার কথা না ভেবে উপায় নেই। আমি ব্যবসা করার কথা ভাবছি। তবে কী ব্যবসা করব তা চূড়ান্ত করিনি। দেখা যাক।’

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।