নায়িকা মিষ্টি জান্নাতের কাছে চাঁদা চেয়ে হত্যার হুমকি!


প্রকাশিত: ১২:২৬ পিএম, ৩১ মে ২০১৬

রাজনৈতিক ছত্রছায়ায় কিছু লোক অজ্ঞাত পরিচয়ে মোবাইল থেকে চিত্রনায়িকা মিষ্টি জান্নাতের কাছে চাঁদা দাবি করেছেন। সেই চাঁদা সময়মতো না দিলে তাকে হত্যা করা হবে বলেও হুমকি দেয়া হয়েছে। এই হুমকির কথা নিজেই জানালেন মিষ্টি।

সম্প্রতি নিজের ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়ে এ বিষয়ে বিস্তারিত জানিয়েছেন এই চিত্রনায়িকা। সেখানে তিনি লিখেছেন, ‘ইদানীং আমাকে অপরিচিত নাম্বার থেকে ফোন করে হুমকি দিচ্ছে। আমাকে দেখে নেবে নাকি!! চাঁদা চাইছে, মেরে ফেলার হুমকি দিচ্ছে। তারা নাকি রাজনীতি করে। আমার পরিবারও রাজনীতির সঙ্গে যুক্ত। পরিচয়টা নাই দিলাম। আমি ডিবিকে জানিয়েছি। এরপর জিডি করবো। র্যাবকে জানাবো। এইবার শুধু সময়ের জন্য অপেক্ষা করছি। শুধু অপেক্ষা কর এবং দেখ! আল্লাহ ভরসা!!!’

এদিকে মিষ্টি জানালেন, ‘কিছুদিন যাবত একটি মহল আমাকে ফলো করছে। তারা আমি কোথায় যাচ্ছি, কি পরছি সব আপডেট আমায় ফোন করে এবং খুদে বার্তায় জানাচ্ছে। আজ মঙ্গলবার ধানমন্ডি থানায় প্রাথমিকভাবে জিডি করেছি।’

প্রসঙ্গত, মিষ্টি জান্নাত বর্তমানে কাজ করছেন সজল আহমেদ পরিচালিত ‘তুই আমার’ ছবিতে। সেখানে তার নায়ক সাইমন। এছাড়া আগামী মাসে সোহমের বিপরীতে ‘আমার প্রেম তুমি’ ছবির বাকী অংশের কাজ শুরু হবে বলেও জানালেন মিষ্টি।  

এনই/এলএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।