আদর-পূজার সিনেমায় ইমরান-আতিয়া

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:০৫ পিএম, ০১ জুন ২০২৫

ইউটিউবে অবমুক্ত হয়েছে ঈদ উপলক্ষে মুক্তির মিছিলে থাকা ‘টগর’ সিনেমার দ্বিতীয় গান ‘ও সুন্দরী’। আলোক হাসান পরিচালিত ও রণক ইকরাম প্রযোজিত এ সিনেমার গানটি মুক্তির পরই সাড়া ফেলেছে অনলাইনে। গানটির বিশেষ আকর্ষণ হিসেবে চিত্রনায়ক আদর আজাদ ও পূজা চেরির সঙ্গে পর্দায় চমক হয়ে ধরা দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল ও আতিয়া আনিসা।

‘ও সুন্দরী’ গানে প্রথমবারের মতো বড় পর্দার গানে পারফর্ম করলেন ইমরান মাহমুদুল। দীর্ঘ সংগীতজীবনে অসংখ্য হিট গান উপহার দিলেও এবারই প্রথম নিজের গাওয়া গানে পর্দায় নাচলেন তিনি।

গানটির কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীতায়োজন করেছেন ইমরান মাহমুদুল নিজেই। আর জমকালো কোরিওগ্রাফি করেছেন হাবিব রহমান। কালারফুল সেট, প্রাণবন্ত নাচ ও চমকপ্রদ উপস্থিতি গানটিকে করে তুলেছে চোখ ধাঁধানো।

গানটি নিয়ে ইমরান মাহমুদুল বলেন, ‘এটা আমার জন্য একেবারে নতুন অভিজ্ঞতা। নিজের গানে পর্দায় নাচা ছিল চ্যালেঞ্জিং, কিন্তু এক্সাইটিংও। টগরের এই গানটি নিয়ে আমি খুবই আশাবাদী।’

নতুন এই অভিজ্ঞতায় আনন্দিত আতিয়া আনিসাও। তিনি বলেন, ‘ইমরান ভাইয়ের সঙ্গে গাওয়া এবং একই গানে স্ক্রিন শেয়ার করা খুব আনন্দের ছিল। ‘ও সুন্দরী’ গানটি শ্রোতা-দর্শক সবার ভালো লাগবে বলে বিশ্বাস করি।’

গানটি নিয়ে আশাবাদী ‘টগর’ সিনেমার জুটি আদর আজাদ ও পূজা চেরীও।

এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।