রফিক সাদীর কণ্ঠে ঈদের গান ‘টুয়েন্টি ইয়ারস’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৪৪ পিএম, ০৩ জুন ২০২৫

এই ঈদে শ্রোতাদের জন্য উপহার নিয়ে আসছেন কণ্ঠশিল্পী রফিক সাদী। তার লেখা ও সুরে মুক্তি পেতে যাচ্ছে নতুন গান ‘টুয়েন্টি ইয়ারস’। এ গানে ফুটে উঠবে এক অনন্ত অপেক্ষার বেদনায় মোড়ানো প্রেমকাহিনি। হয়তো এর আগে কোনো গানে বলা হয়নি এই গল্পটা।

গানটি প্রসঙ্গে শিল্পী রফিক সাদী বলেন, ‘শরৎচন্দ্রের দেবদাস যেমন ছিল বারো বছরের এক নিঃশব্দ ভালোবাসার ডাক, তেমনি এই গানে আমি বলতে চেয়েছি বিশ বছরের এক দীর্ঘ অপেক্ষার গল্প। এটা নিছক একটা গান নয়, একটা সময়ের গল্প, একটা অনুভবের ইতিহাস।’

মূলত কথানির্ভর গানে বিশেষ দক্ষ রফিক সাদী এর আগেও ঈদ ঈদ লাগে, ভালো থেকো, ক্লান্ত পথিক, আমি এবং তুমি, ক্যামেলিয়ার মতো জনপ্রিয় গানে শ্রোতাদের মন জয় করেছেন। তার কাব্যময় গানগুলো ইতোমধ্যে অনলাইনে প্রশংসিত হয়েছে ব্যাপকভাবে।

‘টুয়েন্টি ইয়ারস’ গানটির পেছনের গল্প এতটাই গভীর যে, সুযোগ পেলে এটি নিয়ে সিনেমাও বানাতে চান তিনি।

গানটি ঈদ উপলক্ষে প্রকাশিত হবে Rafiq Sadi নামে শিল্পীর নিজস্ব ইউটিউব চ্যানেলে।

এলআইএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।