ওমরাহ করলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ অভিনেত্রী লামিমা

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:০৫ পিএম, ০৬ আগস্ট ২০২৫

বর্তমান সময়ের ছোট পর্দার পরিচিত মুখ লামিমা লাম। নির্মাতা কাজল আরেফিন অমির কিছু নাটক ও সিরিজে কাজ করে রাতারাতি দর্শকপ্রিয়তা পান তিনি। কমেডি ঘরানার জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ থেকে পর্দায় অভিষেক ঘটে লামিমার।

এছাড়াও দর্শকের ভালোবাসা নিয়ে নিয়মিত বিভিন্ন চরিত্রে কাজ করছেন এই অভিনেত্রী।

কিছুদিন আগেই ওমরাহ করার জন্য মক্কার উদ্দেশে পাড়ি জমান লামিমা। আজ (৬ আগস্ট) বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কার সামনে হিজাব পরিহিত একটি ছবি পোস্ট করে জানান, তিনি ওমরাহ সম্পন্ন করেছেন। সেই পোস্টে লামিমা লাম লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আমার প্রথম ওমরাহ সম্পন্ন।’

লামিমার সেই পোস্টে অনেকেই অভিনন্দন জানিয়েছেন তাকে। সেখানে মন্তব্য করেছেন ‘ব্যাচেলর পয়েন্ট’ পরিচালক কাজল আরেফিন অমিও। তিনি লেখেন, ‘মাশাআল্লাহ’।

অল্প কয়েক বছরের ক্যারিয়ারে নাটক ও ওয়েব ফিল্মে কাজ করেছেন লামিমা লাম। তার মধ্যে উল্লেখযোগ্য হলো- ‘ব্যাচেলর পয়েন্ট’, ‘ঠাণ্ডা’, ‘আমাদের ডিভোর্স’, ‘এক্স যখন নার্স’ ‘গুড বাজ’, ‘লতা অডিও’ ইত্যাদি। এছাড়া ‘অসময়’, ‘হোটেল রিল্যাক্স’, ‘ফিমেল ২’, ‘দই’সহ কিছু ওটিটি কনটেন্টে অভিনয় করেছেন তিনি।

এমআই/এলআইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।