আলিয়ঁস ফ্রঁসেজের মঞ্চে রাস্তার হকারদের গল্প

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৩৫ পিএম, ০৬ আগস্ট ২০২৫

ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে মঞ্চস্থ হতে যাচ্ছে এক ভিন্নধর্মী নাটক ‘সংস অব হকার্স’। কাব্যিক, প্রহসনমূলক ও হাস্যরসাত্মক এই প্রযোজনায় ফুটে উঠবে রাস্তার হকারদের জীবন ও সংগ্রামের রঙিন চিত্র। নাটকটির নির্দেশনা দিয়েছেন আন্তর্জাতিকভাবে প্রশংসিত নির্মাতা যাযি আয়ুন।

প্রযোজনাটি মঞ্চস্থ হবে ৮ ও ৯ আগস্ট সন্ধ্যায়। আয়োজক প্রতিষ্ঠান আলিয়ঁস ফ্রঁসেজ দ্য ঢাকা দর্শকদের আমন্ত্রণ জানিয়েছে হাসি, ভাবনা ও উদযাপনে ভরা এক সন্ধ্যায় শরিক হতে-শহরের রঙিন, পরিশ্রমী পথচলাদের গল্প শোনার জন্য।

দীর্ঘদিন ধরেই সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রা যাযি আয়ুনের শিল্পচর্চার কেন্দ্রে। সেই আগ্রহ থেকেই তিনি মঞ্চে এনেছেন বাংলাদেশের হকারদের প্রাণবন্ত জগৎ। যারা শহরের রাস্তায় ঘুরে ঘুরে বিভিন্ন পণ্যের ডাক দিয়ে সৃষ্টি করেন শহরের নিজস্ব ছন্দ।

নাটকটি সাজানো হয়েছে তিনটি ছোট গল্পের সমন্বয়ে। কৌতুক, ব্যঙ্গ এবং অদ্ভুত উপলব্দির মিশেলে তৈরি এই ভিজ্যুয়াল গল্পকথনে থাকবে থিয়েটার, নৃত্য, পাপেট, ক্লাউনিং ও অ্যাক্রোবেটিক্সের অনবদ্য সমন্বয়। সংলাপে থাকবে বাংলা ও ভাঙা ভাঙা ইংরেজির মিশ্রণ।

এই নাটকের অনুপ্রেরণা এসেছে উনবিংশ শতাব্দীর ফরাসি নাট্যধারা গ্রাঁ গুইনিওল থেকে। সেটি অতিরঞ্জিত শারীরিক অভিব্যক্তি ও অভিনয়ের মাধ্যমে বাস্তবতাকে উপস্থাপন করে। প্রযোজনাটি শুধুই কমেডি নয়, এটি শহরের সেই অদম্য পথযোদ্ধাদের প্রতি এক শ্রদ্ধার্ঘ্য যারা প্রতিদিন ফেরি করে নিয়ে আসেন সাশ্রয়ী ও সহজলভ্য পণ্য।

এমআই/এলআইএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।