নতুন চলচ্চিত্রে পরী মনি (দেখুন ছবিতে)

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০২ পিএম, ০২ জানুয়ারি ২০১৫

আবারও নতুন একটি চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হলেন আলোচিত নায়িকা পরিমনি। ``আমার প্রেম আমার প্রিয়া`` ছবিটি পরিচালনা করবেন শামিমুল ইসলাম শামিম। এতে পরী মনির বিপরীতে অভিনয় করবেন আরজু কায়েস ।



ছবির গল্পে দেখা যাবে, চেয়ারম্যানের মেয়েকে ভালোবাসে নর সুন্দরের ছেলে। এ ছেলেটি সবসময় একটু প্রতিবাদী স্বভাবের। কিন্তু গ্রামের সমাজব্যবস্থা এটাকে মেনে নিতে পারছে না। এ নিয়ে শুরু হয় নানান ঘটনা। এভাবেই আগাতে থাকে ‘আমার প্রেম আমার প্রিয়া’ ছবির কাহিনী।



ছবিতে চেয়ারম্যান চরিত্রে দেখা যাবে মিশা সওদাগরকে, চেয়ারম্যানের মেয়ে থাকবেন পরী মনি, নর সুন্দরের চরিত্রে অভিনয় করবেন প্রবীর মিত্র আর তার ছেলে চরিত্রে দেখা যাবে অভিনেতা আরজু কায়েসকে।



ওয়ান স্টার মুভির ব্যানারে নির্মিত ছবিতে গান থাকবে মোট ছয়টি। এর চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। জানা গেছে আগামী বছরের দ্বিতীয় সপ্তাহে থেকে শুটিং শুরু হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।