পিয়ার ব্যস্ত সময়


প্রকাশিত: ০২:৪৯ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

দুই মাস পর দিল্লি থেকে দেশে ফিরেই ব্যস্ত হয়ে পড়েছেন অভিনেত্রী জান্নাতুল ফেরদৌস পিয়া। গতকালই ‘গ্যাংস্টার রিটার্নস’ ছবির পোস্টারের ফটোশুটে অংশ নিয়েছেন তিনি। এদিকে নতুন একটি টিভিসিতে দেখা যাবে পিয়াকে। তবে বিজ্ঞাপনের কাজ শেষ করেই ৮ই জানুয়ারি পিয়া উড়াল দিচ্ছেন ব্যাংককে। সেখানে ছুটি কাটাতেই যাবেন তিনি।

কয়েকদিন সেখানে কাটিয়ে দেশে ফিরে নতুন ছবির কাজ শুরু করার কথা রয়েছে তার। তবে দীর্ঘ ২ মাস পর ঢাকায় ফিরে পিয়া এখন স্বস্তির নিঃশ্বাস নিচ্ছেন। এ বিষয়ে তিনি বলেন, আসলে এতদিন কখনও বাইরে থাকিনি। টানা দুই মাস দিল্লিতে থাকলাম, বিভিন্ন প্রজেক্টে কাজ করলাম। অনেক ভাল রেসপন্সও পেয়েছি। এখন দেশে এসে অনেক ভাল লাগছে। কারণ, নিজের দেশের চেয়ে স্বস্তি ও শান্তির জায়গা পৃথিবীর কোথাও নেই।

উল্লেখ্য, গত বছরের নভেম্বরের শুরুতেই মাসকট ম্যানেজমেন্টের সঙ্গে মডেল হিসেবে চুক্তিবদ্ধ হয়ে দিল্লিতে যান পিয়া। এর বাইরে ভারতের রুটস ব্যান্ডের ‘মোরে সাইয়া’ শিরোনামে গানের মিউজিক ভিডিওতে মডেল হিসেবে কাজ করে ব্যাপকভাবে প্রশংসিত হন তিনি। সর্বশেষ একটি ক্যালেন্ডারের মডেল হিসেবে হিজাব পরে পোজ দিয়েছেন পিয়া।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।