দ্বন্দ্বে কারিশমা-সঞ্জয়
সন্তানদের কাছ ছাড়া না করতেই সাবেক স্বামী সঞ্জয় কাপুরের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়েছেন বলিউড অভিনেত্রী কারিশমা কাপুর। দুই সন্তানকে ফিরে পেতে বান্দ্রার পারিবারিক আদালতে মামলা করেছেন সঞ্জয়। কারিশমাও আদালতে পাল্টা মামলা করেছেন। আগামী ফেব্রুয়ারি মাসে এ বিষয়ে শুনানি হবে।
মিডডের খবরে জানা গেছে, গত বছরের ৩১ মে সঞ্জয় কারিশমার বিরুদ্ধে ফ্যামিলি কোর্ট-এ অভিযোগ করেন। তার দাবি, দুই সন্তান সামিরা ও কিয়ান রাজের দায়িত্ব তাকে দেয়া উচিত। কারণ কারিশমা অন্য কারো সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছেন। তবে কারিশমা এ অভিযোগ অস্বীকার করে সন্তানদের নিজ দায়িত্বেই রাখার দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে কারিশমার ঘনিষ্ঠ এক বন্ধু জানান, কারিশমা বিচ্ছেদের পর এখন সন্তানদের প্রতিই সবচেয়ে বেশি মনোযোগী।
এদিকে সন্তানদের দেখভালের দায়িত্ব পেতে মরিয়া হয়ে উঠেছেন সঞ্জয় । বর্তমানে দুই পক্ষই নিজেদের সিদ্ধান্তে অনড় রয়েছেন। তবে বিচারক দুই পক্ষকেই সময় নিয়ে সমঝোতা করার নির্দেশ দিয়েছেন।