জয়া ও রুহীর জিরো ডিগ্রি (ছবি ও ভিডিও)


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১১ জানুয়ারি ২০১৫

জিরো ডিগ্রী শিরোনামে দেশের প্রথম সাইকো থ্রিলার চলচ্চিত্র নিয়ে আসছেন জয়া আহসান ও রুহী। সব কিছু ঠিক থাকলে আগামী ৬ ফেব্রুয়ারি ছবিটি মুক্তি পাবে ছবিটি।



প্লে হাউস প্রোডাকশনসের প্রযোজনায় ছবিটি পরিচালনা করেছেন গুণী নাট্যনির্মাতা অনিমেষ আইচ।



গণমাধ্যমকে জয়া আহসান জানান, ভিন্নধর্মী গল্পের ছবি এটি। তবে একটি বাণিজ্যিক ছবিতে যা কিছু থাকা দরকার সবকিছুই রয়েছে ছবিটিতে।



আশা করছি ছবিটি দেখে দর্শকরা নিরাশ হবেন না।



জয়া আহসান ও রুহী ছাড়াও এতে আরও অভিনয় করেছেন মাহফুজ আহমেদ, ইফতেখার জাইব, মীর রাব্বি, রনন রয়, তারিক আনাম খান, টেলি সামাদ, ইরেশ যাকের, লায়লা হাসান, শিরিন আলমসহ আরো অনেকে।



পরিচালনার পাশাপাশি ছবির কাহিনী, চিত্রনাট্যও করেছেন অনিমেষ আইচ। ছবিটির বেশিরভাগ শুটিং ঢাকা ও এর আশপাশে।



এছাড়া কিছু অংশ চিত্রায়িত হয়েছে সিঙ্গাপুরে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।