থাইল্যান্ডে হৃদয়-সুজানা

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৩:০৫ এএম, ১৩ জানুয়ারি ২০১৫

এ মুহূর্তে নাটকের শুটিংয়ে থাইল্যান্ডের ব্যাংককে অবস্থান করছেন মডেল-অভিনেত্রী সুমাইয়া জাফর সুজানা। তবে একা নয়, তার সঙ্গে আছেন জীবনসঙ্গী সংগীত তারকা হৃদয় খান।  থাইল্যান্ডে বর্তমানে পান্থ শাহরিয়ারের রচনা ও রহমতুল্লাহ তুহিনের পরিচালনায় ‘গন্তব্য নিরুদ্দেশ’ ধারাবাহিক নাটকের শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন সুজানা।

উল্লেখ্য, গেল বছর হৃদয় খানের সঙ্গে বিয়ের পর থেকে ব্যক্তিগত কারণে বেশ কিছুদিন মিডিয়ায় অনিয়মিত ছিলেন সুজানা। অবশ্য সম্প্রতি ওমর সানি-মৌসুমী পুত্র ফারদিন এহসান স্বাধীনের পরিচালনায় ‘ডেসটিনেশন’ শিরোনামে একটি টেলিছবির মধ্য দিয়ে ফের কাজে নিয়মিত হয়েছেন তিনি। এতে সুজানা ওমর সানির বিপরীতে অভিনয় করেছেন।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।