‘পিকে’র বিরুদ্ধে নকলের অভিযোগ


প্রকাশিত: ০৩:৩৬ এএম, ২৩ জানুয়ারি ২০১৫

বলিউড অভিনেতা আমির খানের `পিকে` ছবিটি নিয়ে একের পর এক বিতর্ক চলছেই। এবার নকলের অভিযোগ উঠেছে `পিকে`র বিরুদ্ধে। কাপিল ইসাপুরি নামে এক সাহিত্যিক অভিযোগ করলেন, রাজকুমার হিরানি পরিচালিত এ ছবির কাহিনী তার গল্প থেকে চুরি করা হয়েছে।

ইসাপুরির ভাষ্যমতে, ২০১৩ সালে প্রকাশিত তার `ফারিশতা` উপন্যাস থেকে ধারণা নিয়ে `পিকে` ছবির গল্প বানানো হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে ১ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে দিল্লির উচ্চ আদালতে মামলাও করেছেন তিনি। আমির খান, আনুশকা শর্মা ও সঞ্জয় দত্ত অভিনীত `পিকে`র গল্প পৃথিবীতে আসা এক ভিনগ্রহবাসীকে ঘিরে আবর্তিত। বিশ্বব্যাপী ছবিটির আয় ইতোমধ্যে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে।

এইচএন

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।