‘পিকে’র বিরুদ্ধে নকলের অভিযোগ
বলিউড অভিনেতা আমির খানের `পিকে` ছবিটি নিয়ে একের পর এক বিতর্ক চলছেই। এবার নকলের অভিযোগ উঠেছে `পিকে`র বিরুদ্ধে। কাপিল ইসাপুরি নামে এক সাহিত্যিক অভিযোগ করলেন, রাজকুমার হিরানি পরিচালিত এ ছবির কাহিনী তার গল্প থেকে চুরি করা হয়েছে।
ইসাপুরির ভাষ্যমতে, ২০১৩ সালে প্রকাশিত তার `ফারিশতা` উপন্যাস থেকে ধারণা নিয়ে `পিকে` ছবির গল্প বানানো হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে ১ কোটি রুপি ক্ষতিপূরণ চেয়ে দিল্লির উচ্চ আদালতে মামলাও করেছেন তিনি। আমির খান, আনুশকা শর্মা ও সঞ্জয় দত্ত অভিনীত `পিকে`র গল্প পৃথিবীতে আসা এক ভিনগ্রহবাসীকে ঘিরে আবর্তিত। বিশ্বব্যাপী ছবিটির আয় ইতোমধ্যে ৫০০ কোটি রুপি ছাড়িয়েছে।
এইচএন