সুইটহার্ট মিম
পাঠক ওয়াজেদ আলী সুমন পরিচালিত সুইটহার্ট শিরোনামে একটি ছবিতে অভিনয় করতে যাচ্ছেন লাক্সতারকা বিদ্যা সিনহা মিম। এ ছবিতে তার সহশিল্পী হিসেবে কাজ করছেন রিয়াজ ও বাপ্পি।
এরইমধ্যে দেশের বেশ কিছু লোকেশনে ছবিটির শুটিং হয়েছে। সোমবার ২৬ জানুয়ারি ব্যাংককে রওনা করবেন মিম। ব্যাংককের পাতায়াতে ছবির তিনটি গানের শুটিং হবে। নতুন এই ছবিতে মিমকে বেশ সাহসীভাবে দেখা যাবে। বিশেষ করে পোশাকের ক্ষেত্রে এই ছবিতে তিনি ব্যাপক উদারতা দেখিয়েছেন।
সুইটহার্ট ছবির শুটিং এ তাকে যে ধরনের ছোট পোশাকে দেখা গেছে। এর আগে কোন ছবিতেই মিমকে এমন পোশাকে দেখা যায়নি। তবে তার এই ছোট পোশাক নিয়েও কম সমালোচনা হয়নি। চলচ্চিত্রবোদ্ধারা একজন অভিনয় শিল্পীর বড় শক্তি হল তার অভিনয়। ছোট পোশাক পড়ে সস্তা জনপ্রিয়তা বেশিদিন টিকে থাকে না। তাই মিমের উচিত অভিনয়ের প্রতি মনোযোগ দেয়া।
উল্লেখ্য, এর আগে মিম আমার আছে জল, আমার প্রাণের প্রিয়া, তারকাটা, জোনাকির আলো ছবিগুলোতে অভিনয় করেছেন।