দুই মেরুতে দীপিকা-রণবীর
এতদিন বলিউডের আকাশে বাতাসে শোনা যাচ্ছিল, রণবীর সিং দীপিকা পাড়ুকোনের প্রেমে হাবুডুবু খাচ্ছেন। তাকে নিয়ে প্রতিনিয়ত স্বপ্ন দেখছেন। শুধু তাই নয়, বিভিন্ন গণমাধ্যমে দীপিকার সারাক্ষণ প্রশংসায় মেতে ছিলেন তিনি। আর সেই রণবীরই এখন দীপিকার প্রতি বিরক্তি প্রকাশ করেছেন।
বলেছেন, দীপিকার যৌন আবেদন তার কাছে যন্ত্রণার। তার এ যৌন আবেদন মোটেও সহ্য হচ্ছে না রণবীরের। এ কেমন কথা? যার জন্য এত প্রেম, তাকে নিয়ে এমন কটূক্তি রণবীর করছেন কেন- এমন প্রশ্নই এখন উঠেছে বলিউডে।
কিছুদিন আগেই একটি ম্যাগাজিন দীপিকাকে যৌন আবেদনময়ী নারী হিসেবে নির্বাচিত করেছে। সেই খবরে সবাই খুশি হলেও তার তথাকথিত প্রেমিক মোটেও খুশি হননি। রণবীরের সাম্প্রতিক আচার আচরণে অন্তত সেটাই প্রমাণ পাওয়া গেছে।
এদিকে তার এমন কটূক্তিতে এরই মধ্যে অনেক গুঞ্জনও শোনা যাচ্ছে। সঞ্জয়লীলা বানসালী পরিচালিত ‘বাজিরাও মাস্তানি’ ছবিতে একসঙ্গে জুটিবেঁধে অভিনয় করেছেন এ দুই তারকা। এ ছবির সুবাদে রণবীর আরও কাছাকাছি আসেন দীপিকার। সবার ধারণা, এখানেই রণবীর হয়তো মনের মানুষকে প্রেমের কথা জানান। কিন্তু দীপিকা বিষয়টি নাকচ করে দেন বলেই রণবীর এমন বিরক্তি প্রকাশ করেছেন।