পায়েলের নানা রূপ (দেখুন ছবিতে)


প্রকাশিত: ১০:৪০ এএম, ০৪ সেপ্টেম্বর ২০১৬

দর্শকপ্রিয় ভারতীয় অভিনেত্রী পায়েল সরকার বিভিন্ন সময়ে নজরকাড়া ফটোশুটে অংশ নিয়েছেন। তার কিছু মনোমুগ্ধকর ছবি নিয়ে এই আয়োজন-

payel

ভারতীয় বাংলা ছবির যে কয়জন দর্শকপ্রিয় অভিনেত্রী রয়েছেন পায়েল সরকার তাদের অন্যতম।

payel

বর্তমানে পায়েল সরকারের হাতে বেশ কিছু ছবির কাজ রয়েছে। এক এক করে এসব ছবির কাজ শেষ করতে চান। প্রতিটি ছবিতে পায়েল নিজেকে নানা রূপে হাজির করবেন।

payel
সুস্থ ও সুন্দর জীবনের জন্য পায়েল প্রতিদিন নিয়ম করে যোগব্যায়াম করে থাকেন। তার অভিনীত চরিত্র নিয়ে পায়েল সরকার বলেন, ‘নিজেকে ভিন্ন ভিন্ন চরিত্রে দর্শকের সামনে উপস্থাপন করতে আমার ভালো লাগে। এই চেষ্টা অব্যাহত রাখতে চাই।’

payel

সাগর দর্শনে ছুটে এসেছেন পায়েল। কাজের চাপ বেশি হয়ে গেলে তিনি প্রায়াই বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরতে যান।

payel

বেশ কিছুদিন ধরে পায়েল সরকারের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে শ্রীঘ্রই তিনি ভালোবাসার মানুষটিকে বিয়ে করছেন।

sarkar

বিয়ের জন্য কেমন পাত্র পছন্দ? এমনটা জানতে চাইলে পায়েল বরাবরই বিষয়টা এড়িয়ে যান।

payel

মিষ্টি হাসির পায়েল সরকার। তিনি কথা বললেই যেন হাসির রাশি ছড়িয়ে পড়ে।

payel

রঙিন ভুবনে পায়েল। রঙে রঙে হারিয়ে যেতে পছন্দ করেন তিনি। আলো আঁধারির মাঝে দাঁড়িয়ে ক্যামেরার মুখোমুখি হয়েছেন পায়েল।

এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।