বিয়ে করলেন শ্রেয়া ঘোষাল
ভারতীয় সংগীতশিল্পী শ্রেয়া ঘোষাল বৃহস্পতিবার রাতে সাত পাকে বাঁধা পড়েছেন। পাত্র দীর্ঘদিনের প্রেমিক ও হিপকাস্ক ডট কমের প্রতিষ্ঠাতা শিলাদিত্য মুখোপাধ্যায়।
শুক্রবার সকালে নিজের অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে বিয়ের আনুষ্ঠানিকতার একটি ছবি পোষ্ট করে শ্রেয়া লিখেন, ‘গত রাতে (৫ ফেব্রুয়ারি) পরিবারের লোকজন আর কাছের বন্ধুদের উপস্থিতিতে বাঙালি ঐতিহ্য মেনে আমার শৈশবের প্রেম শিলাদিত্যকে বিয়ে করলাম। জীবনের নতুন এই মুহুর্তে শিলাদিত্য এবং আমি উভয়েই আপনাদের শুভকামনা চাই।’
ছবিতে শ্রেয়াকে লাল রঙের পোশাকে দেখা যায়। এসময় তার সিঁথিতে সিঁদুরও ছিলো। অন্যদিকে পাত্র শিলাদিত্য বিয়েতে সাদা রঙের পোশাকে হাজির হয়েছিলেন।
শ্রেয়া ঘোষাল মূলত বলিউডের ছবিতে প্লেব্যাক করে থাকেন। ২০০২ সালে সঞ্জয় লীলা বানসালীর ‘দেবদাস’ ছবিতে গান গেয়ে আলোচনায় আসেন। তার গাওয়া গানগুলোর মধ্যে ‘সিলসিলা ইয়ে চাহাত কা’, ‘বৈরি পিয়া’, ‘ছলক ছলক’, ‘মোরে পিয়া’, ‘ডোলা রে ডোলা’ উল্লেখযোগ্য।
পিআর