খালেদ খানের জন্মদিনে ছায়ানটে বিশেষ আয়োজন


প্রকাশিত: ০৩:৫১ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

জনপ্রিয় অভিনেতা ও নির্দেশক খালেদ খান আর আমাদের মাঝে নেই। কিন্তু তার রেখে যাওয়া সৃষ্টিকর্ম আমাদের মাঝে বেঁচে থাকবে অনন্তকাল। প্রয়াত এই শিল্পীর আজ ৫৮তম জন্মবার্ষিকী। গত বছর দিনটিকে ঘটা করে পালন করা হলেও এবার আর তা হচ্ছে না।

দেশের রাজনৈতিক পরিস্থিতির কথা চিন্তা করে স্বল্প পরিসরে খালেদ খানের পরিবার ও কাছের মানুষদের নিয়ে আয়োজন করা হয়েছে বিশেষ একটি অনুষ্ঠান। এ প্রসঙ্গে খালেদ খানের মেয়ে ও সংগীতশিল্পী জয়িতা খান বলেন, গত বছর অনেক বড় আয়োজন রাখা হয়েছিল। কিন্তু রাজনৈতিক অবস্থার কথা মাথায় রেখে এবার খুব স্বল্প পরিসরে জন্মদিনে বাবাকে স্মরণ করা হবে। রাজধানীর ধানমন্ডিতে ছায়ানটের সেমিনার হলে যুবরাজ স্মরণে সন্ধ্যা সাড়ে ৬টায় এক আলোচনা ও গানের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে বক্তব্য রাখবেন বিশিষ্ট নাট্যজন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ ও নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

অনুষ্ঠানে গান পরিবেশন করবেন রাইসা আহমেদ লিসা, পার্থ তানভীর নভেদ, পার্থ সারথী শিকদার, বুলবুল ইসলাম, শারমিন সাথী ইসলাম ময়না, সঞ্চয়িতা দত্ত, মামুন জাহিদ ও শেমন্তী মঞ্জরি। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মিতা হক। এছাড়া খালেদ খানের জন্মদিন ও মৃত্যুবার্ষিকী পালনের জন্য প্রতিবছর যেসব উদ্যোগ নেয়া হবে তার একটি কমিটি গঠনও হচ্ছে আজ। এ কমিটিতে সভাপতি হিসেবে থাকবেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু ও সদস্য হিসেবে মাজহারুল হককে  রাখা হয়েছে।

১৯৫৮ সালের ৯ই ফেব্রুয়ারি টাঙ্গাইলে জন্মগ্রহণ করেন খালেদ খান। শিক্ষাজীবনে ১৯৮১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিকম এবং ১৯৮৩ সালে ফিন্যান্স বিষয়ে এম কম সম্পন্ন করেন তিনি। দীর্ঘ ২৮ বছর নিয়মিত থিয়েটার ও টিভি নাটকে অভিনয় করে শক্তিমান এক অভিনেতায় পরিণত হয়েছিলেন খালেদ খান।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।