বিয়ের পিঁড়িতে মিমি
কিছুটা হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসলেন সময়ের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমিন মিমি। ৩১ জানুয়ারি রাজধানীর গুলশানে মিমির নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনের মধ্য দিয়ে বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। বিয়েতে মিমি ও তার স্বামীর পরিবারের অভিভাবক ও উভয় পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজনরা উপস্থিত ছিলেন। বাবা মায়ের পছন্দেই বিয়ে করেছেন বলে জানিয়েছেন মিমি। তার স্বামী আফজাল রহমানের গ্রামের বাড়ি নোয়াখালী হলেও ছোটবেলা থেকে তিনি কানাডায় স্থায়ীভাবে বসবাস করছেন। কানাডা ও বাংলাদেশে তিনি ব্যবসার সঙ্গে জড়িত।
বিয়ে প্রসঙ্গে মিমি বলেন, আমি সব সময়ই চেয়েছি আমার বিয়ে যেন বাবা মায়ের পছন্দে হয়। হয়েছেও ঠিক তাই। আলহামদুলিল্লাহ, খুব ভাল মনের একজন মানুষকে আমি জীবনসঙ্গী হিসেবে পেয়েছি। সবাই দোয়া করবেন যেন আমরা সুখি হতে পারি, সারাটি জীবন সুখে-দুঃখে একসঙ্গে কাটিয়ে দিতে পারি।
এদিকে, নাজমিন মিমি তার চতুর্থ একক অ্যালবাম নিয়েও বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। তার নতুন এ একক অ্যালবামে বিশিষ্ট সংগীতশিল্পী নচিকেতার লেখা ও কম্পোজিশনে দুটো গান থাকবে। চলতি মাসের শেষ প্রান্তেই গান দুটোর রেকর্ডিং সম্পন্ন হওয়ার কথা রয়েছে। এ অ্যালবামে মিমি তার মাকে নিয়ে একটি গান রাখবেন।
উল্লেখ্য, মিমির একক অ্যালবামগুলো হচ্ছে ‘খেয়ালি মন’ (২০০৬), ‘মন দিওয়ানা’ (২০০৯) এবং ‘আড়াল’ (২০১২)। আর এখন পর্যন্ত চলচ্চিত্রে চার শতাধিক গান গেয়েছেন তিনি। অচিরেই নতুন আরও সাতটি চলচ্চিত্রে প্লেব্যাক করবেন জনপ্রিয় এ গায়িকা।
এইচএন/এমএস