ধারাবাহিকে ফিরছেন ফারাহ রুমা


প্রকাশিত: ০২:১৮ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

প্রায় দুই বছর পর আবার ধারাবাহিক নাটকে অভিনয় করছেন দর্শকপ্রিয় মডেল-অভিনেত্রী ফারাহ রুমা। সম্প্রতি স্বাধীন শাহ’র রচনা ও দেবাশীষ বড়ুয়া দ্বীপের পরিচালনায় ‘চিরবসন্ত’ নামের এ নাটকটির শুটিং শুরু করেছেন তিনি।

ধারাবাহিক নাটকে ফেরা প্রসঙ্গে রুমা বলেন, খণ্ড কিংবা টেলিফিল্মে নিয়মিত অভিনয় করতে স্বাচ্ছন্দ্যবোধ করি। কারণ, আমাকে অভিনয়ের বাইরে মডেলিং ও ফটোশুটে প্রায়ই ব্যস্ত থাকতে হয়। যে কারণে ধারাবাহিকে সময় দিতে পারি না। তবে এখন ব্যস্ততা কিছুটা কম। তাই আবার নিয়মিত হয়েছি ধারাবাহিকে। এ নাটকটির গল্প বেশ সুন্দর।

পুরো স্ক্রিপ্টটি পড়ে দেখেছি। দর্শকের ভাল লাগবে বলেই আমার বিশ্বাস। সর্বশেষ ২০১৩ সালে একুশে টিভিতে প্রচারিত ‘চার কন্যা’ ধারাবাহিকে অভিনয় করেছিলেন ফারাহ রুমা। এছাড়া একই সময়ে তার আরও একটি ধারাবাহিক নাটক প্রচারে এসেছে। তবে মাঝের এই দুই বছরে কোন ধারাবাহিকে অভিনয় করেননি এই মডেল-অভিনেত্রী। ‘চিরবসন্ত’ ধারাবাহিকটি শিগগিরই একটি চ্যানেলে প্রচার হবে বলে জানান রুমা।

এদিকে গত কয়েক মাসজুড়ে শুধু খণ্ড নাটকে অভিনয় করেছেন তিনি। অভিনয়ের বাইরে ব্যক্তিগত কাজে দেশের বাইরেও গিয়েছেন বেশ কয়েকবার। এ প্রসঙ্গে রুমা বলেন, বেশ কিছুদিন নাটকে তেমন সময় দিতে পারিনি। দেশের বাইরে কয়েকবার আসা যাওয়া করতে হয়েছে। এখন ব্যস্ততা কমে এসেছে। আশা করছি আগের মতোই মিডিয়ায় সরব থাকবো। নাটকে অভিনয়ের পাশাপাশি সমপ্রতি রুমা অভিনীত প্রথম চলচ্চিত্র ‘পুত্র এখন পয়সাওয়ালা’ মুক্তি পেয়েছে। ছবিটি প্রসঙ্গে তিনি বলেন, এটা আমার ক্যারিয়ারের প্রথম ছবি। দেশের খুব খারাপ একটি পরিস্থিতিতে মুক্তি পেয়েছে।

এআরএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।