মাদার তেরেসার ভূমিকায় জ্যাকলিন (ভিডিও)
জীবনীভিত্তিক চলচ্চিত্রে অভিনয় করতে চান বলিউড অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্দেজ। তবে যেনতেন কারও নয়। নোবেল বিজয়ী ভারতের মাদার তেরেসার ভূমিকায় অভিনয় করতে চান তিনি।
গত সপ্তাহে তার অভিনীত `রয়` ছবিটি মুক্তি পাওয়ার পর ঘন ঘন মিডিয়ার সামনে আসতে দেখা যাচ্ছে তাকে। আর সাংবাদিকরা তাকে এই সুযোগে প্রশ্ন করেন জীবনীভিত্তিক ছবিতে অভিনয় নিয়ে। জবাবে তিনি বলেন, `মানবতার প্রতি সবসময় আমার দরদ রয়েছে। মাদার তেরেসা ছিলেন আত্মনিবেদিত এক মহৎ প্রাণ। জীবনের শেষ দিন পর্যন্ত মানবতার সেবা করেছেন তিনি। এ চরিত্রে কাজ করতে পারলে তার সম্পর্কে অনেক কিছু জানতে পারব।`
এআরএস/আরআইপি