নবাবের পাশেই বেগম!


প্রকাশিত: ০৬:৩৯ এএম, ২৪ মার্চ ২০১৫

কাপুর বাড়ির মেয়ে কারিনা এখন বলিউড বেগম বলেই সমাদৃত হয়ে থাকেন। স্বামী যে তার পাতৌদির ছোট নবাব সাইফ আলী খান। আর স্বামীর দু:সময়ে যোগ্য বেগমের মতোই সাইফের পাশে দাঁড়ালেন কারিনা।

সম্প্রতি সাইফ আলী খানকে দেওয়া ‘পদ্মশ্রী’ খেতাব নিয়ে বিতর্কে তৈরি হয়েছে ভারতে। সাধারণত দেশের গণ্যমান্য ব্যক্তিকেই এই সম্মান দিয়ে থাকে ভারত সরকার। সাইফ গণ্যমান্য বটে, কিন্তু একাধিক মারামারি ও ঝামেলার ঘটনায় যুক্ত তিনি। আর তার মতো একজন উচ্ছৃঙ্খল মানুষকে পদ্মশ্রী দেয়ার কারণেই বিতর্ক।

একটি সামাজিক সংগঠণ সাইফকে এই সম্মানানা দেয়ার প্রতিবাদ জানিয়েছে। সমালোচনার মুখে কেন্দ্র সরকারও পদ্ম সম্মান ফিরিয়ে নেওয়ার বিষয়ে চিন্তাভাবনাও করছিল।

আর এ মুহূর্তেই মুখ খুললেন কারিনা। জানালেন, পদ্মশ্রী একটি জাতীয় সম্মান। এ ধরনের সম্মান দেওয়ার আগে নিশ্চয়ই সইফের সম্বন্ধে ভালোমতো খোঁজ নিয়েই দেওয়া হয়েছিল। মারামারি কেউ সাধ করে না। আর একজন সেলিব্রেটি তখনই নিয়ন্ত্রণ হারান যখন তাকে সেভাবে উস্কানি দেয়া হয়। তাছাড়া, মারামারির মামলায় সাইফকে আদালত রেহাই দিয়েছিলো।

এ বিষয়টি নিয়ে ভারতীয় গণমাধ্যমে কারিনা আরো বলেন,  ‘কাউকে সম্মানিত করে সেটা ফিরিয়ে নেয়ার মতো অপমানজনক আর কিছু হয় না।’

তবে কারিনা এও জানান, এ নিয়ে সইফের সঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি। তার বিশ্বাস, রাষ্ট্র চাইলে এ সম্মান ফিরিয়ে দিতে সাইফ কোনও আপত্তি করবেন না।

যদিও ওয়াসাবি হোটেলে হাতাহাতিতে জড়িয়ে পড়ার অপরাধ থেকে সইফ ও তাঁর দুই বন্ধু নিষ্কৃতী পেয়েছিলেন আদালতের রায়েই। তারপরেও তাঁর থেকে পদ্ম সম্মান ফিরিয়ে নেওয়া যায় কি না তা নিয়ে ধন্ধে রয়েছেন অনেকেই। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই আপাতত পরিস্থিতি সামলে রেখেছে সংশ্লিষ্ট দফতর।

এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।