ভয়ঙ্কর সুজানা!


প্রকাশিত: ০৮:২৬ এএম, ০৭ এপ্রিল ২০১৫

ভালোবেসে বাধা ঘর ভেঙ্গে গেছে মডেল ও অভিনেত্রী সুজানার। সঙ্গীত তারকার সাথে সদ্য বিচ্ছেদে বিমর্ষ সময় পার করছেন এই তারকা।

এদিকে জিটিভিতে প্রচারিত হরর মেগা সিরিয়াল ‘ডেইলি ফ্রাইট নাইট’-এ আজকে দেখা যাবে ভয়ঙ্কর সুজানাকে। নাটকটিতে ভুতের চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী।

তানিম রহমান অংশু’র গল্প ও পরিচালনায় হরর এই মেগা ধারাবাহিকের চিত্রনাট্য করেছেন শাকিব হাসান বাধন।

চ্যানেল সূত্রে জানা গছে, প্রথম বারের মত দেশের কোন টিভি চ্যানেলে প্রচার হচ্ছে ভৌতিক ধারবাহিক নাটক। সপ্তাহের প্রতি শুক্র থেকে বুধবার প্রচার হবে এই মেগা হরর সিরিয়াল।

আর সপ্তাহের বাকি একদিন অর্থাৎ বৃহস্পতিবার প্রচার হবে পুরো সপ্তাহে প্রচারিত পর্ব নিয়ে বিশেষ মহা সপ্তাহ পর্ব।

প্রতিটি পর্বই সাজানো হয়েছে এক একটি ভৌতিক, এডভেঞ্চার এবং রোমাঞ্চকর গল্প দিয়ে।

এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন- লুৎফর রহমান জর্জ, তানভিন সুইটি, সুজানা, মিশু সাব্বির, স্বাগতা, সেলিম শেখ, শ্যামল মাওলা, অদিতি মাহমুদ, মুন ইসলাম, সাবা, আশিকুর রহমান পুতুল, শাওন হক, মৌ, সেন্টু প্রমুখ।

হরর এই মেগা ধারাবাহিকটি সপ্তাহের প্রতি শুক্রবার থেকে বুধবার এবং বিশেষ পর্ব বৃহস্পতিবার রাত ১২টায় জিটিভিতে প্রচার হবে।   

এলএ/বিএপিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।