আত্মজীবনী লিখছেন ম্যাডোনা (ভিডিও)


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ০৭ এপ্রিল ২০১৫

তাকে সম্মান দিয়ে বলা হয় পপ সম্রাজ্ঞী। তিনি স্টেজে আসা মানেই উম্মাদনা। নব্বই দশক থেকে আজও অমলিন মার্কিন পপ তারকা ম্যাডোনার জনপ্রিয়তা।

জীবনের ৫৬ বছর পেরিয়ে এসে এবার আত্মজীবনী লিখতে যাচ্ছেন এই তারকা।

বিবিসি-র রেডিও ২-কে দেওয়া একটি সাক্ষাত্কারে পপ ডিভা ম্যাডোনা জানিয়েছেন, তাঁর জীবনীতে অনেক কিছুই থাকবে। ম্যাডোনার ভাষায়, ‘অনেক গল্প বলার আছে আমার। আমি বইটি লিখলে কোনও কিছু আড়াল করব না। শুরুথেকে শেষ পর্যন্ত সবই লিখব। আমার মনে হয় আমি সেই সব গল্পই এই বইতে লিখব যা আমার জীবনের জন্য খুবই মূল্যবান এবং যার থেকে মানুষ অনুপ্রেরণা পাবেন।’

এদিকে হলিউড বিশেষজ্ঞরা মানছেন, ম্যাডোনার আত্মজীবনী বেরুলে সেটা বেস্ট সেলার বইয়ের তকমা পাবে। কারণ, যাঁর গানের অ্যালবাম মাসের পর মাস চার্টবাস্টার্সের শীর্ষে থাকে, তাঁর বইও তো নিমেষেই বেস্ট সেলার হবে!

সম্প্রতি ব্রিট অ্যাওয়ার্ডের মঞ্চে পারফর্ম করতে গিয়ে পড়ে যান আলোচিত এই সঙ্গীত তারকা। কিন্তু পড়ে গেলেও দর্শকরা তা টেরই পায়নি। তিনি তখন গাইছিলেন, ‘আই ফেল ডাউন মাই গার্ড, আই ফেল ইনটু ইওর আর্মস।’ গানটিতে পতনের ব্যাপার থাকায় দর্শকরা ধরে নিয়েছিলেন, এই মঞ্চপতনও নাচেরই কোনো নতুন কৌশল।



এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।