নিষিদ্ধের দাবিতে উত্তমা ভিলেন (ভিডিও)


প্রকাশিত: ১২:৩৯ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

কামাল হাসানের ছবি মানেই বলিউডে ব্যতিক্রমী কিছুর সংযোজন। অন্যান্য ছবির মতো তার নতুন ছবি ‘উত্তমা ভিলেন’ও ভারতীয় সিনেমাকে একটা অন্য উচ্চতায় নিয়ে যাবে বলে ধারণা বলিউড বোদ্ধাদের।

কিন্তু ঝামেলা হচ্ছে এর মুক্তি নিয়ে। কমল হাসানের তামিল ছবি ‘উত্তমা ভিলেন’ নিষিদ্ধ করার দাবি করল কট্টরপন্থী সংগঠন বিশ্ব হিন্দু পরিষদ ভিএইপি।

সংগঠনিটির দাবি, ‘উত্তমা ভিলেন’ ছবিতে ‘ইরানিয়ান নাড়াগম’ গানটিতে যে কথাগুলি ব্যবহার করা হয়েছে, তা নাকি হিন্দু পুরাণের দুই চরিত্র প্রহ্লাদ ও হিরণ্যকশিপুর মধ্যে কথোপকথনকে বিকৃত করা হয়েছে। এর জেরে হিন্দু ধর্মের ভাবাবেগে আঘাত লাগছে।

ছবিটি মুক্তির বিরুদ্ধে পুলিশে অভিযোগও জানিয়েছে ভিএইচপি। দলের নেতা কেএল সাথিয়ামুর্তীর ভাষায়, ‘ভগবান বিষ্ণুর ভক্তদের ভাবাবেগে আঘাত লাগছে গানটির কথায়। প্রহ্লাদ ও হিরণ্যকশিপুর মধ্যে কথোপকথনকে বিকৃত করা হয়েছে। তাই ছবিটি নিষিদ্ধ করার আবেদন জানিয়েছে।’

এদিকে কামাল হাসানের ‘উত্তমা ভিলেন’ ট্রেলারেই বাজিমাত করে দিয়েছে গোটা দেশ।



এলএ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।