অভিনয়ে আসছেন সোনাক্ষীর যমজ বোন!


প্রকাশিত: ০১:৪৫ পিএম, ০৮ এপ্রিল ২০১৫

অনেক অভিনেতার ক্ষেত্রেই দেখা যায় ‘লুক এ লাইক’ চেহার মানুষ। অভিনেত্রীদের ক্ষেত্রে চেহারায় মিল আছে এমন খুব কমই পাওয়া যায়। তবে সেই বিরল ঘটনাই ঘটলো বলিউড সেনসেশন সোনাক্ষী সিনহার ক্ষেত্রে।

সোনাক্ষীর মতো হুবহু দেখতে এক তরুণীর খোঁজ মিলল। এই মেয়ের নাম প্রিয়া মুখোপাধ্যায়। তিনি লন্ডনের বাসিন্দা। নিজের ও সোনাক্ষীর ছবির কোলাজ ইনস্ট্রগ্রামে পোস্ট করার পরই সবার নজরে আসেন।


তাকে দেখেই সবাই বলাবলি করছেন সোনাক্ষীর যমজ বোন! এই আলোচনার সুযোগে তিনি অভিনয়ের প্রস্তাবও পেয়ে গেছেন। একটি জনপ্রিয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, সোনাক্ষীর সঙ্গে হুবহু মিল থাকায় ছোট পর্দায় অভিনয়ের প্রস্তাবও পেয়েছেন প্রিয়া।

এমন প্রস্তাব হাতছাড়া করতে চাইছেন না প্রিয়া নিজেও। তাই এবার লন্ডন ছেড়ে ভারতে খুঁটি পোঁতার কথা ভাবছেন তিনি। সম্ভব হলে নাকি বলিউডেও বাজিমাত করতে চান।


জানা গেছে, প্রিয়ার জন্ম ইতালিতে। প্রিয়ার মা ইতালিয় মহিলা হলেও এক প্রবাসী বাঙালিকে বিয়ে করে লন্ডনেই বসবাস শুরু করেন। প্রিয়া সবসময়ই চেয়েছিলেন অভিনয়ের জগতে আসতে। আর তাই সোনাক্ষীর সঙ্গে মিল থাকার সুবাদে অভিনয়ের প্রস্তাব পেয়ে দারুণ উচ্ছ্বসিত প্রিয়া।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।