ইমন-মিমের পদ্মপাতার জল


প্রকাশিত: ০৫:৫০ এএম, ২১ এপ্রিল ২০১৫

`জোনাকীর আলো` এর পর `পদ্মপাতার জল` নিয়ে দারুণ আশাবাদী ইমন ও মিম। জুটি হিসেবে তাদের দ্বিতীয় ছবি এটি। ইতোমধ্যে ছবিটির শুটিং সম্পন্ন হয়েছে।

চলতি বছরেরই `পদ্মপাতার জল` মুক্তি দেয়া হবে। এ প্রসঙ্গে ইমন বলেন, `বাণিজ্যিক ধারার এই ছবিটি পুরোপুরি বিনোদন নির্ভর। গল্প এবং লোকেশনেও বেশ বৈচিত্র্য রয়েছে। তাই ছবিটি পর্দা কাঁপাতে সক্ষম হবে।`

বিদ্যা সিনহা সাহা মিম বলেন, `ঔপনিবেশিক সময়ের একটি ঘটনাকে ঘিরে এই ছবির গল্প আবর্তিত হয়েছে। তাই এতে আমাকে অন্য রকম একটি গেটআপে দেখা যাবে। চলচ্চিত্রটির গল্প, গান, লোকেশন নির্বাচন সব মিলিয়ে চমৎকার একটি কাজ হয়েছে। আশাকরি, ছবিটি দর্শকদের বিমুগ্ধ করবে।`

`পদ্মপাতার জল` পরিচালনা করেছেন তন্ময় তানসেন। বর্তমানে ছবিটির সম্পাদনার কাজ চলছে।

এই ছবির গানগুলোর সুর করেছেন আহমেদ ইমতিয়াজ বুলবুল, এসআই টুটুল, অর্ণব, অদিত এবং ব্যান্ডদল `শিরোনামহীন` ও `চিরকুট`। এদিকে, চিত্রনায়ক ইমন গত শনিবার `মানিব্যাগ` নামের একটি কাহিনীচিত্রের কাজ শেষ করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন পিয়া বিপাশা। অন্যদিকে, বিদ্যা সিনহা মিম এরই মধ্যে তানিয়া আহমেদের `গুড মর্নিং লন্ডন` এবং ওয়াজেদ আলী সুমনের `সুইটহার্ট` ছবির শুটিং সম্পন্ন করেছেন।

এএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।