হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন পেলে


প্রকাশিত: ১০:৩৬ এএম, ১০ মে ২০১৫

সফল অস্ত্রোপচার শেষে শনিবার হাসপাতাল থেকে বাড়ি ফিরে গেলেন ব্রাজিলের ফুটবল-কিংবদন্তি পেলেকে। সাও পাওলোর অ্যালবার্ট আইনস্টাইন হাসপাতালে সফলভাবে সম্পন্ন হয়েছে পেলের অস্ত্রোপচার। এই হাসপাতালেই গত বছরের ডিসেম্বরে কিডনি সমস্যার জন্য ভর্তি হয়েছিলেন ব্রাজিলের হয়ে তিনটি বিশ্বকাপ বিজয়ী।

অস্ত্রোপচারের পর পেলেকে কোনো রকম সমস্যায় পড়তে হয়নি জানিয়ে তাঁর ঘনিষ্ঠ বন্ধু ও পরামর্শদাতা জোসে ফরনোস রদ্রিগেজ বলেছেন,  পেলে একদম ঠিক আছেন। তিনি বিশ্রাম নিচ্ছেন।

বেশ কিছুদিন ধরেই শরীরটা ভালো যাচ্ছে না পেলের। গত বছর কিডনির পাথর অপসারণের জন্য অস্ত্রোপচার করাতে হয়েছিল সর্বকালের অন্যতম সেরা ফুটবলারকে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।