ইউটিউবে আতিক হাসানের নতুন মিউজিক ভিডিও

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৬ এএম, ৩০ জুলাই ২০১৭

শ্রোতাদের মাঝে নতুন গানের মিউজিক ভিডিও নিয়ে হাজির হয়েছেন ‘মাধবী’ খ্যাত গায়ক আতিক হাসান। ২৭ জুলাই বৃহস্পতিবার সন্ধা ৭ টায় জিসান মাল্টিমিডিয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘তুমি আসলে না’ শিরোনামে গানের ভিডিওটি।

‘‌আমি বসে থাকি তারারই দেশে, তুমি আসবে বলে/আমি বসে থাকি রাত জোসনায়, তুমি আসবে বলে/ তুমি তো আর আসলে নাগো, আমায় ভালোবাসলে না- এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন জিয়াউদ্দিন আলম। গানটির সংগীত পরিচালনা করেছেন এম এ রহমান।

বিজ্ঞাপন

গেল রোজা ঈদ উপলক্ষে আতিক হাসানের গাওয়া তিনটি গানের সলো অ্যালবাম ‌‘কন্যা’ প্রকাশ পায় জিসান মাল্টিমিডিয়ার ব্যানারে। ‌সেই অ্যালবামেরই গান ‘তুমি আসলে না’। গানের মিউজিক ভিডিওটি পরিচালনা ও সম্পাদনা করেছেন খান মাহি। মডেল হয়েছেন শিল্পী নিজেই।

ভিডিওটি নিয়ে ‌আতিক হাসান বলেন, ‘তুমি আসলেনা’ শিরোনামে গানটির মিউজিক ভিডিও প্রকাশ করেছি। আশা করছি শ্রোতাদের ভালো লাগবে।’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

তিনি বলেন, ‘এছাড়াও ‘কন্যা’ অ্যালবামের টাইটেল ট্র্যাকটি গত ঈদে লিরিকাল ভিডিও আকারে প্রকাশিত হয়েছে। লিমন আহমেদের কথায় গানটি শ্রোতারা খুবই প্রসংশা করেছেন। আশা করছি ‘তুমি আসলে না’ গানটিও তাদের ভালো লাগবে। প্রায় ৪ বছর পর নতুন মিউজিক ভিডিওতে কাজ করতে পেরে আমার খুব ভালো লাগছে। এবারের গানগুলো একটু সময় উপযোগী করার চেষ্টা করেছে।’

প্রসঙ্গত, আতিক হাসান ২০০২ সালে ইথুন বাবুর কথা ও সুরে ‘মাধবী কী ছিল গো ভুল’ শিরোনামে অ্যালবাম নিয়ে গানের ভুবনে হাজির হন। প্রথম অ্যালবাম দিয়েই বাজিমাত করেন তিনি।

সুপার-ডুপার হিট সেই অ্যালবামের ‘মাধবী কী ছিল গো ভুল’, ‘যখন শুধু মনে পড়ে তোমাকে’, ‘বুঝোনি ভুল করে’ ইত্যাদি গানগুলো ছড়িয়ে পড়ে সারা দেশের গ্রামে গঞ্জে হাটে বাজারে, শহরে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে। উপহার দিয়েছেন বেশ কিছু হিট অ্যালবাম। দীর্ঘদিন বিরতি কাটিয়ে আবারও তিনি নিয়মিত হয়েছেন গানে।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।