লন্ডনে মুক্তি পাচ্ছে ‘রঙ্গের দুনিয়া’

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৫৮ এএম, ২১ আগস্ট ২০১৭

বাংলাদেশে মুক্তির আগেই ইংল্যান্ডের তিনটি শহরে মুক্তি পেতে যাচ্ছে বাউল শাহ আব্দুল করিমের জীবননির্ভর সিনেমা ‘রঙ্গের দুনিয়া’। চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মোক্তাদির ইবনে ছালাম। সম্প্রতি লন্ডনে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

লালন শাহের পর বাউল সংগীতের সবচেয়ে প্রভাব বিস্তারকারী বাউল শিল্পী শাহ আব্দুল করিম। সুনামগঞ্জে বেড়ে ওঠা মানুষটি রাঙিয়েছেন পুরো বাংলা। এই মহান সাধককে নিয়ে চলচ্চিত্র নির্মাণের প্রয়াস এই প্রথম।

সারা প্রোডাকশনের ব্যানারে গোলাম আনিস চৌধুরী ও মুকিত চৌধুরীর যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে চলচ্চিত্রটি। এর চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন বাউল গবেষক সিদ্দিকী হারুন।

শাহ আব্দুল করিমের কিশোর, তরুণ ও পরিণত বয়সে অভিনয় করছেন যথাক্রমে ফারজান, আগুন ও খায়রুল আলম সবুজ। অন্যান্য চরিত্রে অভিনয় করছেন স্বাধীন খসরু, ঝুনা চৌধুরী, ফারজানা ছবি, শিরিন বকুল, শানু রাই দৈবী শানু, আব্দুল আজিজ, সাইফুল ইসলাম মাহমুদ, আশিকসহ বিভিন্ন অঞ্চলের প্রায় ১৫০ জন অভিনয়শিল্পী।

আগামী ৩, ৪ ও ১০, ১১ সেপ্টেম্বর লন্ডনের বলিয়ান সিনেমা হলে চলচ্চিত্রটি প্রদর্শিত হবে। বার্মিংহামের পিকাডেলি সিনেমা হলে প্রদর্শিত হবে ৩, ৪ সেপ্টেম্বর। একই তারিখে লুটনের গ্যালাক্সি হলেও প্রদর্শিত হবে ছবিটি।

ইউকে বাংলা ফিল্ম ক্লাবের পরিচালক শাম ইসলাম বলেন, ‘এখন থেকে প্রতি সপ্তাহে লন্ডন, বার্মিংহাম ও লুটনের তিনটি প্রেক্ষাগৃহে বাংলাদেশ ও কলকাতার চলচ্চিত্র প্রদর্শিত হবে। পর্যায়ক্রমে হল আরও বাড়বে। ‘রঙ্গের দুনিয়া’ চলচ্চিত্রটির মাধ্যমে এ যাত্রা শুরু করতে পেরে আমরা গর্বিত।’

এসইউ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।