ঠুয়ার পর মোশাররফ করিমের কাউয়া!

কয়েক বছর আগে ‘ঠুয়া’ নামের একটি নাটক দিয়ে বেশ আলোচনায় এসেছিলেন জনপ্রিয় অভিনেতা মোশারফ করিম। ইশতিয়াক আহমেদ রুমেল পরিচালিত ‘ঠুয়া’ নাটকটি তখন দেখেননি এমন নাট্যপ্রিয় মানুষ পাওয়া ছিলো দুষ্কর।
এবার সেই জনপ্রিয়তার ধারাবাহিকতা নিয়ে আবারো জুটি বাঁধলেন রুমেল ও মোশাররফ করিম। সম্প্রতি নির্মিত হল খন্ড নাটক ‘কাওয়া’। রুমেলের পরিচালনায় এতে অভিনয় করেছেন মোশাররফ করিম। এছাড়া আরো অভিনয় করেছেন রিচি সোলাইমান ও আনোয়ারসহ অনেকেই।
আজিমপুর ও উত্তরা বিভিন্ন লোকেশনে গেল বৃহস্পতি থেকে শুরু হয়েছে নাটকটির দৃশ্যধারণের কাজ। চলবে শনিবার পর্যন্ত।
এ নাটকে অভিনয় করা প্রসঙ্গে মোশাররফ করিম জাগো নিউজকে বলেন, ‘ঠুয়া নাটকের দীর্ঘদিন পর রুমেলের সাথে কাজ করা হচ্ছে। নতুন এই নাটকের গল্পটাও ভাল লেগেছে। আশা করছি ঠুয়া নাটকের মতোই জনপ্রিয়তা পাবে এটি।’
পরিচালক ইশতিয়াক আহমেদ রুমেল বলেন, ‘আমি বরাবরই দর্শকদের ভাল কিছু দিতে চেষ্টা করি। আর মোশাররফ করিমের সাথে দীর্ঘদিন পর সেটারই প্রত্যাবর্তন ঘটাতে যাচ্ছি। আশা করছি আসছে রোজার ঈদে বাংলাভিশনের জন্য নির্মিত এই নাটকটি ঈদের সেরা জনপ্রিয় নাটক হবে।’
পরিচালক জানালেন, নাটকের গল্পে তুলে ধরা হয়েছে এক যুবকের ভিন্ন মাত্রার প্রেম কাহিনী। যেখানে দেখা যাবে যুবকটি একটি মেয়েকে ভীষণভাবে ভালবাসে। প্রতিদিনই বলতে চায় মেয়েটিকে ভালবাসার। কিন্তু তা আর হয়ে উঠে না। একদিন বলেই ফেলে তার অনাকাংখিত ভালবাসার কথা। মেয়েটিও তার প্রেমে সারা দিয়ে ফেলে। পরদিন ঘটে যায় অন্য ঘটনা। মেয়েটি হঠাৎ করে কোনো কারণ ছাড়াই তার প্রেম প্রত্যাখান করে নেয়। এতে ছেলেটি দিশেহারা হয়ে যায়।
মেয়েটির জন্য বন্ধুদের বুদ্ধিতে দরবেশ বাবার তাবিজ নেয়। দরবেশ বলে দেয় ওই তাবিজ কাকের পায়ে বেধে দিলে তার ভালবাসা ফিরে পাবে। ভালবাসা ফিরে পাবার জন্য বন্ধুর সাথে কাক খুজতে থাকে যুবক। অবশেষে কাকের পায়ে তাবিজ বেধেও দেয়। কাকটি হঠাৎ উড়ে চলে যায়। দরবেশ বাবার তাবিজের সাথে যুবকের ভালবাসাও উড়তে থাকে।’
এলএ