শিরিন শিলার নতুন ছবি আমার সিদ্ধান্ত

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৮:০১ এএম, ০৫ সেপ্টেম্বর ২০১৭

নতুন ছবিতে চুক্তিবদ্ধ হয়েছে চিত্রনায়িকা শিরিন শিলা। ছবির নাম আমার সিদ্ধান্ত। পরিচালনা করবেন মোহাম্মদ আসলাম। গতকাল সোমবার এই ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন ‘মন জানে না মনের ঠিকানা’ ছবির এই নায়িকা।

ছবিতে তার নায়ক চিত্রনায়ক ইমন। আগামীকাল (বুধবার) থেকে রাজধানী উত্তরার মন্দিরা শুটিং বাড়িতে শুরু হবে এই ছবির শুটিং। প্রথম লটে চারদিন শুটিং হবে।

জাগো নিউজকে এসব তথ্য জানালেন শিরিন শিলা নিজেই। বললেন, ‘ইমন ভাইয়ের সঙ্গে প্রথমবার জুটি বেঁধে কাজ করতে যাচ্ছি। আশা করছি আমাদের জুটির অভিনয় দর্শকদের কাছে ভালো লাগবে।’

‘আমার সিদ্ধান্ত’ ছবিটি নির্মিত হবে সমাজে সন্ত্রাসবাদ ও মাদকের কুফল নিয়ে। শিরিন শিলা বলেন, ‘এই ছবিতে আমার চরিত্রটি গোয়েন্দা অফিসারের। এ ধরণের চরিত্রে এর আগে কাজ করা হয়নি। চরিত্রটি আমার কাছে বেশ চ্যালেঞ্জিং মনে হচ্ছে। চেষ্টা করবো যথাযথভাবে ফুটিয়ে তোলার জন্য।’

এদিকে শিরিন শিলা অভিনীত ‘এক কোটি টাকা’ এবং ‘মন নিয়ে লুকোচুরি’ নামের দুটি ছবি রয়েছে নির্মাণাধীন। ছটকু আহমেদ পরিচালিত ডিপজলের প্রযোজনায় ‘এক কোটি টাকা’ ছবির একটি গান বাকি এবং ‘মন নিয়ে লুকোচুরি’ ছবির অর্ধেক শুটিং শেষ হয়েছে বলে জানান শিরিন শিলা।

গেল বছরের ১৮ মার্চ তার অভিনীত সর্বশেষ মুক্তি পায় শাহীন সুমন পরিচালিত ‘মিয়া বিবি রাজি’ ছবিটি।

এনই/এলএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।