বিশ্বসেরা স্টাইলিশ সেলিব্রিটির তালিকায় শাহরুখ
উপমহাদেশ তো বটেই-বাকি বিশ্বের বিভিন্ন মহাদেশেও শাহরুখ খানের জনপ্রিয়তা আকাশছোঁয়া। পর্দায় তার রোমান্স, অ্যাকশন কিংবা উপস্থিতি-সবই ভক্তদের কাছে আলাদা উত্তেজনার নাম। শুধু অভিনয়েই নয়, স্টাইল ও ফ্যাশন দুনিয়াতেও তিনি এখন সমানভাবে নজর কাড়ছেন। এর প্রমাণ মিলল সম্প্রতি প্রকাশিত বিশ্বের ৬৭ জন সবচেয়ে স্টাইলিশ সেলিব্রিটির তালিকায়। যেখানে জায়গা করে নিয়েছেন বলিউডের এই ‘বাদশা’।
শাহরুখের সঙ্গে তালিকায় আছেন সাবরিনা কার্পেন্টার, ডচি, ওয়ালটন গগিন্স, জেনিফার লরেন্স, শাই গর্জিয়াস-আলেকজান্ডার, কোল এসকোলা ও নোয়া ওয়াইলের মতো আন্তর্জাতিক তারকারা।
এ তালিকা সাজানো হয়েছে মূলত এমন তারকাদের নিয়ে, যারা মেট গালায় নিজেদের স্বতন্ত্র সাজসজ্জা, ফ্যাশন সেন্স এবং ব্যক্তিত্ব দিয়ে ছাপ ফেলতে সক্ষম হয়েছেন। তিন দশকের ক্যারিয়ারে এবারই প্রথম বিশ্বখ্যাত ফ্যাশন ইভেন্ট মেট গালায় অংশ নেন শাহরুখ খান। আর প্রথমবারেই করে ফেলেন বাজিমাত।
১৮ ক্যারেট সোনা, টুরমালিন, স্যাফায়ার ও হীরায় নির্মিত বিশেষ পোশাক পরে মেট গালার লাল গালিচায় হাজির হয়েছিলেন তিনি। রাজকীয় সেই লুক দেখে মুগ্ধ হয় বিশ্বের ফ্যাশন বিশেষজ্ঞরা। সামাজিক যোগাযোগমাধ্যমেও শাহরুখের এই নতুন রূপ নিয়ে শুরু হয় ব্যাপক আলোচনা। প্রশংসার বন্যায় ভাসেন তিনি।
এদিকে সামনে মুক্তি পেতে যাচ্ছে শাহরুখের নতুন ছবি ‘কিং’। এই সিনেমার মধ্য দিয়েই বড়পর্দায় অভিষেক হবে তার কন্যা সুহানা খানের। ছবিতে একজন অভিজ্ঞ খুনির চরিত্রে দেখা যাবে শাহরুখকে, যিনি নিজের শিষ্যকে প্রশিক্ষণ দেন কঠিন মিশনে। আর সেই শিষ্যের ভূমিকায় অভিনয় করেছেন সুহানা।
শুধু শাহরুখ ও সুহানা নন, ‘কিং’ ছবিতে আরও আছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মার মতো শক্তিমান অভিনেতারা। সব মিলিয়ে ছবিটি নিয়ে এরই মধ্যে বলিউডে তৈরি হয়েছে তুমুল আগ্রহ।
আরও পড়ুন:
মা হওয়ার ৫ মাস পর প্রকাশ্যে কিয়ারা, মুগ্ধ হলেন ভক্তরা
৩৩ বছরে পা দিচ্ছেন রিয়া, জানালেন নতুন পরিকল্পনার কথা
মেট গালায় ঝলমলে উপস্থিতি আর নতুন ছবির কারণে আবারও খবরের শিরোনাম শাহরুখ খান। তার আগামী কাজগুলোও ভক্তদের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করেছে।
এমএমএফ