লাইভ উপস্থাপনায় লিজা


প্রকাশিত: ১০:১৪ এএম, ০৭ জুলাই ২০১৫

ঈদে টানা ছয় দিন লাইভ কনসার্টে উপস্থাপনা করবেন ক্লোজআপ ওয়ান তারকা সানিয়া সুলতানা লিজা। মাছরাঙা টেলিভিশনের ঈদের বিশেষ ফোনোলাইভ কনসার্ট ‘রাঙা রাত’র উপস্থাপক হিসেবে দেখা যাবে তাকে।

মাছরাঙার অনুষ্ঠান বিভাগ থেকে জানানো হয়েছে, ঈদের দিন থেকে ঈদের ষষ্ঠ দিন পর্যন্ত প্রতিদিন রাত ১১টা ৪০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।

জাবেদ ইকবাল তপুর প্রযোজনায় বিভিন্ন ধারার গান দিয়ে সাজানো এই আয়োজনের প্রথম দিন গান পরিবেশন করবেন শিল্পী হৃদয় খান। দ্বিতীয় দিন থাকবে জনপ্রিয় সংগীতশিল্পী কনকচাঁপা ও মনির খানের যৌথ পরিবেশনা। ব্যান্ড পেন্টাগন-এর পরিবেশনা থাকছে তৃতীয় দিন। জনপ্রিয় ইংরেজি গান নিয়ে রাফা, এলিটা, হাসান ও আলিফ থাকছেন চতুর্থ দিন। শিল্পী অপু, স্বরলিপি, শামীম ও সুপ্তিকার পরিবেশনায় পুরনো দিনের গান থাকছে পঞ্চম দিন। আর ষষ্ঠ দিন থাকছে শিল্পী সায়ানের গান।

এলএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।