স্পর্শিয়া-সোহেল রানার কলসি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ এএম, ২৩ ডিসেম্বর ২০১৭

পরিচয়হীন একটি ছেলের গল্পকে ঘিরে নির্মিত হয়েছেন নাটক ‘কলসি’। ফরহাদ আলমের রচনা ও পরিচালনায় নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, সোহেল রানা, স্পর্শিয়া। সম্প্রতি নাটকটির শুটিং হয়েছে শিলাইদহ কুটিবাড়ির চরে।

নাটকটির গল্প প্রসঙ্গে সোহেল রানা বলেন, ‘নাটকের গল্পে দেখা যাবে শিলাইদহ কুঁটি বাড়ির চরে বেড়ে ওঠে একটি পরিচয়হীন ছেলে। যে বড় হয়ে তার পরিচয় খুঁজে বেড়ায়। সে জানতে পারে এই খবর বলতে পারবে এই অঞ্চলের একমাত্র প্রবীন ব্যক্তি নূরু শেখ। নিজের পরিচয় জানার জন্য বার বার নূরু শেখের কাছে গিয়ে ব্যর্থ হয় ছেলেটি। এক সময় এই অঞ্চলের নানা অপকর্মের মূল হোতা নূরু শেখকে খুনও করে সে। আর মৃত্যুর সময় একটি কলশির কথা বলে যায় নূরু। যেখান থেকে মেলে ছেলেটির পরিচয়।’

কী ছিল এই কলসিতে? সোহেল বললেন, ‘নির্যাতিত এক মায়ের লেখা একটি চিরকুট থাকে কলসিতে। যেখানে লেখা, ‘নূরু শেখ তুমি আমাকে স্ত্রীর পরিচয় দিলা না, যদি পারো ছাওয়াল টাকে নিজের পরিচয় দিও।’

সোহেল জানান, নাটকে নূরু শেখের চরিত্রটিতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আর পরিচয়হীন ছেলেটির চরিত্রে অভিনয় করেছেন সোহেল নিজে ও তার বিপরীতে অভিনয় করেছেন স্পর্শিয়া।

নাটকটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন জয়রাজ। এছাড়া আরও অভিনয় করেছেন সঞ্জীব, জাহিদ প্রমুখ। ২৯ ডিসেম্বর মাচরাঙা টিভিতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘কলসি’।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।