মির্জাপুর মাতালেন মমতাজ
গানে গানে প্রাণের ছোঁয়ায় টাঙ্গাইলের মির্জাপুরবাসীকে মাতালেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম এমপি। মাসব্যাপী বিজয় মেলার শেষ দিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় ১০টি গান পরিবেশন করেন তিনি।
বিজয়ের মাসে উপজেলা পরিষদ সদয় কৃষ্ণ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে মাসব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়। ১৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া বিজয় মেলার মাঠে মঙ্গলবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রতিদিন মেলার পাশাপাশি সন্ধ্যায় মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এতে দেশের খ্যাতনামা শিল্পীরা গান পরিবেশন করেন। সাংস্কৃতিক অনুষ্ঠানের শেষ দিন মঙ্গলবার রাতে সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন ফোক সম্রাজ্ঞী মমতাজ বেগম।
আগে যদি জানতামরে বন্ধু তুমি হইবা পর, বান্দিলাম পিরিতের ঘর, আকাশটা কাঁপছিল কেন, গাইছুল আজম বাবা, খায়রুন লো, পাঙ্খা পাঙ্খা এমন জনপ্রিয় ১০টি গান পরিবেশন করে হাজারো দর্শক মাতান মমতাজ।

এর আগে উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর সবাপতিত্বে আলোচনা সভায় বক্তৃতা করেন, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেন এমপি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, মির্জাপুর পৌরসভার মেয়র সাহাদত হোসেন সুমন, মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক, টাঙ্গাইল জেলা যুবলীগের সহ-সম্পাদক মীরন মঈন হোসেন রাজীব, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি তাহরীন হোসেন সীমান্ত প্রমুখ।
এস এম এরশাদ/এএম/জেআইএম