উত্তম-সুচিত্রার গানের অ্যালবাম


প্রকাশিত: ১১:২৬ এএম, ১৩ জুলাই ২০১৫

বাংলা ছবির অমর জুটি উত্তম কুমার ও সুচিত্রা সেন। সাদাকালোর ফিতেয় তাদের রোমান্সের অনুভূতি আজও শিহরণ জাগায় প্রেম কাতর হৃদয়ে। এবার সেই জুটির অভিনীত বিভিন্ন ছবির গান নিয়ে ইমপ্রেস অডিওভিশন বাজারে আনছে ‘চিরদিন সুচিত্রা-উত্তম’ নামের অ্যালবাম।

নাহিদ নাজিয়া ও সৌম্য বোসের কণ্ঠে অ্যালবামে রয়েছে মোট ১০টি জনপ্রিয় গান। এগুলো হলো ‘এই পথ যদি না শেষ হয়’, ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা’, ‘ঝনক ঝনক কনক কাঁকন বাজে’, ‘আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন’, ‘এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায়’, ‘কী আশায় বাঁধি খেলাঘর’, ‘আজ দুজনে মন্দ হলে মন্দ কী-ই’, ‘আমি কোন পথে চলি’, ‘সূর্য ডোবার পালা আসে যদি আসুক’ এবং ‘বড় একা লাগে এই আঁধারে’।

চিরায়ত বাংলা গানগুলোর সঙ্গে আবৃত্তি করেছেন সৈয়দ আর ফারুক ও অনিন্দিতা কাজী। এটি বাজারে এনেছে ইমপ্রেস অডিওভিশন।

এলএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।