গণধর্ষণের গল্পে শতাব্দী-মৌসুমী

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:৫১ পিএম, ১৭ জুলাই ২০১৮

এ কয়েক বছরে বেশ কিছু গণধর্ষণের ঘটনা এসেছে আলোচনায়। বিশেষ করে ২০১২ সালে দিল্লির চলন্ত বাসে নির্ভয়া নামের ভারতীয় এক তরুণী গণধর্ষণের শিকার হন। ২০১৭ সালে বাংলাদেশে জাকিয়া সুলতানা রূপা নামের এক তরুণীকে বাসে গণধর্ষণের পর হত্যা করা হয়। চলন্ত গাড়িতে এমন ধর্ষণের ঘটনা ঘটেছে অনেক। এবার এমন গল্প নিয়ে নির্মাণ হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘অসম্ভাবিত’।

এই চলচ্চিত্রে গাড়িচালক ও ধর্ষকের চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। আর গাড়িতে উঠে বিপদে পড়া নারীর চরিত্রে অভিনয় করেছেন মৌসুমী হামিদ। এটি পরিচালনা করেছেন আশিকুর রহমান।

নির্মাতা আশিক বললেন, ‘স্ট্যান্ড ফর উইম্যান’ নামে নারীদের ওপর অন্যায়ের প্রতিবাদ হিসেবে কিছুদিন আগে ফেসবুকে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণের চ্যালেঞ্জ ছুড়ে দেন নির্মাতা আফজাল হোসেন মুন্না। সেই মুভমেন্টের অংশ হিসেবে আমি এটি তৈরি করলাম।’

চলচ্চিত্রটিতে দেখা যাবে মৌসুমী হামিদ বাসযাত্রী। সবাই নেমে গেলে ড্রাইভার গাড়িটি নির্জন জায়গায় নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু মৌসুমী আগে থেকেই প্রস্তুত থাকেন। তার কাছে থাকা পিস্তল দিয়ে গাড়িচালককে প্রতিহত করে সে। শিগগিরই অনলাইনে মুক্তি দেওয়া হবে চলচ্চিত্রটি।

এমএবি/এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।