রুক্মিণীর গোপন ক্যামেরায় দেব
টালিউড অভিনেতা দেবের মাত্র ছয় সেকেন্ডের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। রুক্মিণী মৈত্র গোপনে দেবের ওই ভিডিও ধারণ করেন।
ভিডিওতে দেখা যায় খুব মন দিয়ে কথা বলছেন দেব। উল্টো দিকের চেয়ারে বসে রয়েছেন এক ব্যক্তি। কিন্তু তার মুখ দেখা যাচ্ছে না।
রুক্মিণী জানিয়েছেন, দেবের অজান্তে স্পাই ক্যামেরায় তোলা হয়েছে এ দৃশ্য। তবে তা কোনো সিনেমার অংশ নয়, বাস্তবের।
রুক্মিণী ওই ভিডিওর ক্যাপশনে লিখেছেন, ‘কেউ একজন এখনও প্রোডিউসারের মতো রয়েছে। যখন তার শুধুমাত্র অভিনেতা হিসেবে থাকার কথা…।’
আসলে গত কয়েক বছর ধরে দেব অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় মন দিয়েছেন। নিজের প্রযোজনা সংস্থা থেকে একের পর এক ছবি উপহার দিয়েছেন। রুক্মিণীরও অভিষেক হয়েছিল তার হাত ধরেই।
Someone is still in producer mode even when he should only be in Actor mode! Ufff Gyaaanaaaa!! @idevadhikari #SpyCam pic.twitter.com/e7CtgfcPnv
— RUKMINI MAITRA (@RukminiMaitra) November 16, 2018
কিন্তু এবার পরিচালক রাজা চন্দের ছবিতে একসঙ্গে অভিনয় করছেন এই জুটি। গত বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ছবির শুটিং। এ ছবির মাধ্যমে দীর্ঘদিন পরে নিজের প্রযোজনা সংস্থার বাইরে কাজ করছেন দেব।
রুক্মিণীর শেয়ার করা ভিডিও দেখে ইন্ডাস্ট্রির একটা বড় অংশ মনে করছে, ওই সিনেমার শুটিংয়ের সময়ই এ দৃশ্য ধারণ করা হয়েছে। দেব সেখানে অভিনেতা। কিন্তু তিনি হয়তো প্রযোজনা সংক্রান্ত কোনো পরামর্শ দিচ্ছিলেন। সে কারণেই মজা করে রুক্মিণী এই ভিডিও শেয়ার করেছেন।
সূত্র : আনন্দবাজার
এমএমজেড/এমএস