সুস্থ মনের মানুষের জন্যে তাহসানের প্রতিবাদী গান

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৯ জুন ২০২০

নতুন অ্যালবাম প্রকাশ করার ঘোষণা দিয়েছেন তাহসান। অ্যালবামটি নাম ‌‘সবার জন্য না’। নিজের ইউটিউব চ্যানেলে এই অ্যালবামের প্রথম গানটি প্রকাশ করেছেন তিনি। গানটির শিরোনাম ‘প্রতিবাদী গান’।

বৃহস্পতিবার গানটি প্রকাশ করেন এই গায়ক। গানটির সংগীতায়োজন করেছেন ‘তাহসান অ্যান্ড দ্য ব্যান্ড’। লিখেছেন তাহসান নিজেই। গিটারে ছিলেন সৌরিন, বেজে শিমুল, ড্রামস সামিউল ও কি বোর্ডে অদিত।

এই বিষয়ে নিজের ফেইসবুক পেজে তাহসান লেখেন, ‘প্রায় চার বছর পর নিজের ইউটিউব চ্যানেলে কোনো গান আপলোড করলাম। আমার ব্যান্ডের প্রথম অ্যালবাম ‘সবার জন্যে না’-এর প্রথম গান ‘প্রতিবাদী গান’।’

আরও বলেন, ‘অসুস্থ পৃথিবীতে চারিদিকে শুধু অসুস্থ চিন্তা-চেতনার আগ্রাসন। এর মাঝেও কিছু মানুষ একটা সুস্থ পৃথিবীর স্বপ্ন দেখে আর প্রতিবাদের ভাষা খোঁজে। আমাদের এই গান শুধু তাদের জন্যে, সুস্থ মনের মানুষের জন্যে!’

করোনাভাইরাসের কারণে শুটিং থেকে বিরত থাকছেন তাহসান। বর্তমানে পোস্ট প্রডাকশনে রয়েছে তাহসান অভিনীত দ্বিতীয় চলচ্চিত্র মোস্তফা সরয়ার ফারুকী ‘নো ল্যান্ডস ম্যান’। নওয়াজউদ্দীন সিদ্দিকী ও অস্ট্রেলিয়ান অভিনেত্রী মিশেল মেগানও অভিনয় করবেন এই সিনেমায়। সম্প্রতি এ ছবির সংগীত পরিচালক ও সহপ্রযোজক হিসেবে যোগ দিয়েছেন ভারতীয় সংগীতজ্ঞ এ আর রহমান।

এমএবি/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।