মা পাগল সজলের অভাবের সংসার

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৮ নভেম্বর ২০২০

দেশের জনপ্রিয় অভিনেতা সজল নূর। মডেলিং দিয়ে যাত্রা করে প্রায় দুই দশক মাতিয়ে রেখেছেন অভিনয়ে। ছোট পর্দার প্রিয়মুখ, নিয়মিত অভিনেতা তিনি। কাজ করেছেন কিছু চলচ্চিত্রেও। চিত্রনায়িকা পূজার সঙ্গে মুক্তির অপেক্ষায় তার ‘জ্বিন’ নামের ছবি।

সজলের ব্যস্ততা ছোটপর্দাকে ঘিরেই। প্রায় প্রতিদিনই কোনো না কোনো নাটকের শুটিং করছেন।

সেই ধারাবাহিকতায় সম্প্রতি একটি নাটকে কাজ করেছেন তিন। এর নাম ‘মায়ের জন্য পাগল’। আজ রোববার (৮ নভেম্বর) এই নাটকের কিছু ছবি পোস্ট করেছেন সজল। সেগুলো আলোচনায় এসেছে।

রোমান্টিক প্রেমিক চরিত্রে চিরচেনা সজলকে এখানে নতুন লুকে দেখবেন দর্শক। তারই আভাস মিললো এ অভিনেতার পোস্ট করা ছবিতে। সেখানে তাকে দেখা গেল গ্রামের সাদামাটা এক যুবকের পোশাকে। ঘরবাড়িতে অভাবের ছাপ।

রান্নাঘরে নিজেই পিষছেন মসলা। রান্না করছেন ভাত। ছবিগুলোর নিচে সজলের ভক্ত-অনুরাগীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রিয় অভিনেতাকে নতুন লুকে দেখে।

এ নাটকটি সম্পর্কে বিস্তারিত কিছু বলেননি সজল। জানতে চাইলে তিনি বলেন, ‘নাটকটি শিগগিরই কোনো একটি বেসরকারি চ্যানেলে প্রচার হবে। দ্রুতই সবকিছু জানা যাবে। আপাতত আমার বদলে যাওয়া লুকটাই রইলো।’

এলএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।