দীর্ঘদিন পর শাকিবের সিনেমায় গাইলেন ন্যান্সি

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০২:৪৫ পিএম, ১৪ জুন ২০২১

ঢালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের ‘এই তো প্রেম’ ছবিতে ন্যান্সির গাওয়া ‘আমি তোমার মনের ভিতর’ গানটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল। সর্বশেষ তিনি এ নায়কের ‘বসগির’ ছবিতে গান গেয়েছিলেন। ওই গানটিও প্রশংসা পায়।

পাঁচ বছর পর আবারও শাকিবের সিনেমায় গান করলেন ন্যানিস। ‘অন্তরাত্মা’ সিনেমায় তার সেই গানে ঠোঁট মেলাবেন কলকাতার নায়িকা দর্শনা বণিক। মিষ্টি রোম্যান্টিক ধাঁচের গানটির শিরোনাম ‘রাখি যত্নে সারাদিন’।

এ গানে দ্বৈতভাবে কণ্ঠ দিয়েছেন সমরজিৎ রায়। রাজধানীর একটি স্টুডিওতে ন্যান্সি-সমরজিতের গাওয়া ‘রাখি যত্নে সারাদিন’ শিরোনামে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে। এসময় ন্যান্সি-সমরজিৎ ছাড়াও ছবির পরিচালক ওয়াজেদ আলী সুমন উপস্থিত ছিলেন।

ন্যান্সি গানটি প্রসঙ্গে বলেন, ‘বিয়ের পর দম্পতির মধ্যে সাংসারিক বিভিন্ন ঘটনায় সাজানো গানটি। গানটি করে খুব ভালো লেগেছে।’

jagonews24

এদিকে এ গানের মাধ্যমে প্রথমবার ঢাকাই ছবিতে প্লেব্যাক করলেন সমরজিৎ রায়।

সমরজিৎ বলেন, এটিই আমার গাওয়া প্রথম বাংলাদেশি প্লেব্যাক। অপেক্ষায় ছিলাম খুব ভালো একটি গানের মধ্যে দিয়েই যেন বাংলাদেশের চলচ্চিত্রের গান শুরু করতে পারি। ‘অন্তরাত্মা’র প্রযোজক ড. সোহানী হোসেন আপার কাছে চিরকৃতজ্ঞ থাকবো। কারণ উনি আমাকে চমৎকার একটি গান করার সুযোগ দিয়েছেন। আশা করছি গানটি সবার ভালোই লাগবে।’

‘রাখি যত্নে সারাদিন’ গানটির কথা লিখেছেন ঋতম সেন। সুর সংগীত করেন ভারতের জনপ্রিয় সংগীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত। যিনি ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত সংগীত পরিচালক।

বর্তমানে ‘অন্তরাত্মা’ ছবির পোস্ট প্রডাকশনের কাজ চলছে ইন্ডিয়াতে। প্রযোজক সোহানী হোসেনের প্রত্যাশা, অন্তরাত্মাও শাকিবের ক্যারিয়ারে আরেক মাইলফলক ছবি হতে পারে।

এলএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।