কলকাতা চলচ্চিত্র উৎসব স্থগিত

জ্যোতির্ময় দত্ত জ্যোতির্ময় দত্ত , পশ্চিমবঙ্গ প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৩২ পিএম, ০৫ জানুয়ারি ২০২২

করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির কারণে স্থগিত ঘোষণা করা হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আয়োজক কমিটির প্রধান রাজ চক্রবর্তী, সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়সহ কয়েকজন করোনা আক্রান্ত হওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বুধবার (৫ জানুয়ারি) পশ্চিমবঙ্গের তথ্য ও সংস্কৃতি দপ্তর বিজ্ঞপ্তি জারি করে উৎসব স্থগিতের কথা জানিয়েছে।

শুক্রবার (৭ জানুয়ারি) পর্দা ওঠার কথা ছিল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২৭তম আসরের।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলচ্চিত্র উৎসবের সঙ্গে জড়িত অনেকেই করোনায় আক্রান্ত হয়েছেন। সে কারণেই পরিস্থিতি পর্যালোচনা করে সাধারণ মানুষের নিরাপত্তার কথা ভেবে চলচ্চিত্র উৎসব আপাতত স্থগিত করা হলো। পরিবর্তিত দিনক্ষণ যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

ভারতে ওমিক্রন করোনাভাইরাসে একজনের মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি গত সপ্তাহে মারা যান এবং এর আগেই তিনি দু’বার করোনা পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়েছিলেন। তবুও এটিকে ওমিক্রন সম্পর্কিত মৃত্যু বলে ধরা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

বুধবার (৫ জানুয়ারি) ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭৩ বছর বয়সী ওই ব্যক্তি রাজস্থানের বাসিন্দা। গত ৩১ ডিসেম্বর রাজ্যের উদয়পুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ইএ/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।