মুক্তি পাচ্ছে ইমন-রেহনুমা জুটিকে নিয়ে শাহ আলম মন্ডলের সিনেমা
করোনা মহামারির উপর বাংলাদেশে প্রথমবারের মতো নির্মিত হল বিশেষায়িত চলচ্চিত্র। এর নাম ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মণ্ডল পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন চিত্রনায়ক ইমন। এখানে তার বিপরীতে আছেন সংবাদপাঠিকা ও গবেষক রেহনুমা মোস্তফা।
এরইমধ্যে ছবিটি মুক্তির মিছিলে রয়েছে। খুব দ্রুতই এটি দেশীয় একটি ওটিটি প্লাটফর্ম ও প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।
তার আগে হয়ে গেল বিশেষ প্রদর্শনী। সেখানে ছবিটি দেখে প্রশংসায় ভাসালেন উপস্থিত অতিথি ও দর্শকবৃন্দ। তারা ছবিটির ব্যবসায়িক সাফল্যও কামনা করেছেন।
এই সিনেমাটি দিয়ে দীর্ঘদিন পর পরিচালনায় ফিরলেন শাহ আলম মন্ডল। তিনি বলেন, ‘সময়োপযোগী একটি চলচ্চিত্র নির্মাণের চেষ্টা করেছি। করোনাভাইরাসের জন্য আমাদের জীবনে লকডাউনের যে প্রভাব তার চিত্র ফুটে উঠবে ছবিটিতে। এই ঘরবন্দী সময়ে ভালোবাসাবাসিটা কেমন ছিলো সে গল্পও উঠে আসবে। ছবিটি প্রিমিয়ার শো শেষে সবার প্রশংসা পেয়েছে। আমি আশাবাদী এটি দর্শকের মন ভরাবে।’
নায়ক ইমন বলেন, ‘একটি ভিন্নধর্মী ভাবনা ও অভিজ্ঞতার গল্প বলবে ‘লকডাউন লাভ স্টোরি’। শাহ আলম মন্ডল ভাই যত্ন নিয়ে সিনেমাটি নির্মাণ করেছেন। আমার বিশ্বাস এই সিনেমা দর্শকের ভালো লাগবে।’
এলএ/এমএস