বিক্রম ভেদের রিমেকে প্রথম লুকে সাইফ আলির চমক
বহুল আলোচিত দক্ষিণী সিনেমা ‘বিক্রম ভেদ’ ২০১৭ সালে মুক্তি পায়। ব্লকবাস্টার সিনেমাতে অভিনয় করেছিলেন আর. মাধবন এবং বিজয় সেতুপতি। এবার তার হিন্দি রিমেক আসছে। এতে থাকছেন সাইফ আালি খান ও হৃতিক রোশন। আছেন রাধিকা আপ্তেও।
জানুয়ারিতে হৃতিকের জন্মদিন উপলক্ষে অভিনেতা তার প্রথম লুক উন্মোচন করেছিলেন। আজ বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) নির্মাতারা সাইফ আলি খানের প্রথম লুক শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
‘বিক্রম ভেদ’ একটি নিও-নয়ার অ্যাকশন ক্রাইম থ্রিলার ফিল্ম। সিনেমাটিতে একজন কঠোর পুলিশ অফিসারের গল্প বলা হবে।
সিনেমাটি ফ্রাইডে ফিল্মওয়ার্কস স্টুডিও প্রোডাকশনের সহযোগিতায় গুলশান কুমার, টি-সিরিজ ফিল্মস এবং রিলায়েন্স এন্টারটেইনমেন্ট প্রযোজনা করছে।
এটি পরিচালনা করেছেন পুষ্কর ও গায়ত্রী। আসছে ৩০ সেপ্টেম্বর ছবিটি মুক্তি পাবে।
এলএ/জিকেএস