শহীদ আজাদের চরিত্রে অপূর্ব

গেরিলা যোদ্ধা শহীদ আজাদের কথা তো সবার জানা। তার অভাগী মায়ের করুণ গল্পও অজানা নয় কারো। যিনি ছেলের মুখে ভাত তুলে দিতে পারেননি বলে ১৪ বছর ভাত না খেয়ে ছিলেন। যিনি ছেলে খাটে ঘুমাতে পারতো না বলে আমৃত্যু মাটির বিছানায় ঘুমিয়ে কাটিয়েছেন।
মুক্তিযুদ্ধে শহীদ হওয়া বীর আজাদ ও তার মায়ের গল্প নিয়ে তৈরি হয়েছে নাটক। সঞ্জয় সমদ্দার এটি নির্মাণ করেছেন। নাম ‘নিহত নক্ষত্র’।
এ নাটকে শহীদ আজাদের চরিত্রে অভিনয় করেছেন অপূর্ব। তার মায়ের ভূমিকায় দেখা যাবে মুনীরা মিঠু।
আগামীকাল ২৬ মার্চ, শনিবার রাত ৮টায় নাটকটি প্রচার হবে আরটিভিতে।
নাটকটি নিয়ে পরিচালক সঞ্জয় সমদ্দার বলেন, ‘আজাদ মারা যায়। কবে, কোথায়, কিভাবে তার মৃত্যু হয়, সেই খবর তার স্নেহময়ী মা জানতে পারেন না। সুদীর্ঘ ১৪ বছর শহীদ আজাদের মা ভাত খেতে পারেননি ছেলে ভাত না খেয়ে মারা গেছে এই কষ্টে। আরাম করে শুতে পারেননি বিছানার ওপর। প্রতীক্ষায় ছিলেন, হয়ত আজাদ মারা যায়নি। হয়ত সে তার চিরচেনা হাসিমুখ নিয়ে ফিরবে কোনো বর্ষামুখর আগস্টে।
আমরাও বিশ্বাস করি, ক্র্যাক প্লাটুনের মাগফার আহমেদ চৌধুরী আজাদ নিহত হননি। তিনি বেঁচে আছেন তার বীরোচিত কর্মের মধ্যে। যার বীর তাদের কবর খুঁজে কি হবে? তারা তো অমর। তারা বেঁচে আছেন আমাদের হৃদয়ে। বেঁচে থাকেন প্রতিটি স্পন্দনে। এটি নিঃশ্বাসে।’
এলএ/এমএস